Scores

ডমিঙ্গো ও ভেট্টোরির বেতনে আকাশ-পাতাল তফাৎ!

বাংলাদেশের কোচিং স্টাফে নতুন দুই নাম রাসেল ডমিঙ্গো ও ড্যানিয়েল ভেট্টোরির পারিশ্রমিকে দেখা যাচ্ছে আকাশ-পাতাল পার্থক্য। ডমিঙ্গো প্রধান কোচ হিসাবে আসলেও তার অধীনে কাজ করতে চুক্তিবদ্ধ হওয়া ভেট্টোরির ৫ দিনের বেতনই ডমিঙ্গোর একমাসের বেতনের প্রায় সমান। অন্যান্য সহকারী কোচদের সাথে পার্থক্যটা তো আরও বেশি!

জুলাই মাসের শেষ সপ্তাহে ভেট্টোরির সাথে চুক্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার প্রায় একমাস পরে ডমিঙ্গোর সাথে দুই বছরের চুক্তির খবর দেয় বোর্ড। প্রধান কোচ বেশ সহজলভ্য বলা যায়। কারণ ডমিঙ্গোকে যে মাত্র ১৭ হাজার ১৪২ ডলার মাসিক বেতনে পেয়ে গেছে বাংলাদেশ। অবশ্য এই দক্ষিণ আফ্রিকান কোচ নিজেই দাবি করেননি বেশি।  কোচ নিযুক্ত হওয়ার আগে সাক্ষাতকার দিতে এসে ১৩ হাজার ডলারের দাবি রেখেছিলেন তিনি।

Also Read - সাকিবকে ফুল দিতে ভক্তের মাঠে প্রবেশ, জায়গা হলো থানায়


অপরদিকে, সাকিব-তাইজুলদের স্পিন উপদেষ্টা হিসাবে কাজ করবেন ভেট্টোরি। নভেম্বর মাসে ভারতের বিপক্ষে সিরিজের আগে দলের সাথে যোগ দেবেন তিনি। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাবেক এই কিউই ক্রিকেটারের সাথে চুক্তি করা হয়েছে। স্পিন কোচ হিসাবে প্রধান কোচ ডমিঙ্গোর অধীনেই তাকে কাজ করতে হবে। অথচ ডমিঙ্গো মাসে যত আয় করবেন ভেট্টোরি মাত্র ৫ দিনেই পাবেন প্রায় সেই পরিমাণ অর্থ।

সাবেক নিউজিল্যান্ড অধিনায়কের দৈনিক বেতন ৩ হাজার ৫৭১ ডলার। অর্থাৎ ৫ দিনের তার আয় দাঁড়ায় ১৭ হাজার ৮৫০ ডলার। অবশ্য বাংলাদেশের নিয়মে কর কাটা যাবে ৩০ শতাংশ এবং বাকি ৭০ শতাংশ যাবে ভেট্টোরির পকেটে। অন্যান্য কোচদের ক্ষেত্রেও তাই।

প্রধান কোচের থেকেই যখন এত বেশি ভেট্টোরির বেতন, সহকারী কোচদের সাথে তো আরও বেশি পার্থক্য। দক্ষিণ আফ্রিকান ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির দৈনিক আয় ৮৫০ ডলার ও ফিল্ডিং কোচ রায়ান কুকের ৫০০ ডলার। আরেক দক্ষিণ আফ্রিকান কোচ চার্ল ল্যাঙ্গাভেল্টও নতুন যোগ দিয়েছেন বাংলাদেশ শিবিরে। তার মাসিক বেতন ১০ হাজার ৭১৪ ডলার। অর্থাৎ ভেট্টোরি তিন দিনের বেতনই ল্যাঙ্গাভেল্টের একমাসের বেতনের প্রায় সমান!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

বাংলাদেশি স্পিনারদের ‘স্কিল’ দেখে মুগ্ধ ভেট্টোরি

ভেট্টোরির সাথে চুক্তি পরিবর্তন করতে চায় বিসিবি

ঘরের বাইরে ‘ছন্নছাড়া’ মিরাজের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

পাকিস্তান সফরে যাচ্ছেন না ভেট্টোরি

পেসারদের স্বর্গে স্পিনারদেরও বড় ভূমিকা দেখছেন ভেট্টোরি