
আফগানিস্তান জাতীয় দলের জিম্বাবুয়ে সফর আবার স্থগিত হল। দ্বিতীয় দফা স্থগিতাদেশের কারণ ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএসের অপ্রাপ্যতা।

সিরিজে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তিনটি ওয়ানডে ছিল ওয়ানডে সুপার লিগের অংশ। ওয়ানডে সুপার লিগের ম্যাচগুলোতে ডিআরএসের ব্যবহার বাধ্যতামূলক।
কিন্তু বিশ্বব্যাপী টানা ক্রিকেটের কারণে ডিআরএস পাওয়া কঠিন হয়ে উঠেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের মত জিম্বাবুয়েও আফগানিস্তান সিরিজের জন্য ডিআরএস ব্যবস্থা করতে পারেনি। বাধ্য হয়ে তাই হাঁটতে হয়েছে সিরিজ স্থগিতের পথে। সেক্ষেত্রে শুধু ওয়ানডে নয়, টি-টোয়েন্টি সিরিজও পিছিয়ে যাচ্ছে।
এই সিরিজ আগেও একবার স্থগিত হয়। মূলত গত ডিসেম্বরে মাঠে গড়ানোর কথা থাকলেও তা স্থগিত করা হয় ফেব্রুয়ারি পর্যন্ত। তবে ফেব্রুয়ারিতেও মাঠে না গড়ানোয় নতুন করে সূচি নির্ধারণ করতে হবে দুই বোর্ডকে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের বিবৃতিতে জানায়, ‘জিম্বাবুয়ে ক্রিকেট অল্প দিনের নোটিশে প্রয়োজনীয় সম্প্রচার প্রযুক্তি পায়নি, যার মধ্যে ডিআরএসও ছিল। পুরো বিশ্বে এখন অনেকগুলো ক্রিকেট ইভেন্ট একসাথে চলছে।’
জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি বলেন, ‘আফগানদের আতিথেয়তা দেওয়া নিয়ে আমরা বেশ রোমাঞ্চিত ছিলাম। তবে বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সফরটা পিছিয়ে দেওয়াই একমাত্র উপায়। আমরা যত দ্রুত সম্ভব এই সিরিজটা আয়োজনের চেষ্টা করব।’
Zimbabwe and Afghanistan agree to postpone tour
Details 👇https://t.co/KrypVZwANG
— Zimbabwe Cricket (@ZimCricketv) January 28, 2022
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।