Scores

ডিআরএসের অসংলগ্ন আচরণে হতাশ কোহলি

ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস- আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পারলে যে ব্যবস্থার আশ্রয় নেন ক্রিকেটাররা। ডিআরএসে প্রযুক্তির সহায়তায় সঠিক ও নির্ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ সেই ডিআরএসেই যখন থাকে ভুল!

ডিআরএসের অসংলগ্ন আচরণে হতাশ কোহলি

ডিআরএসের কাজই যেখানে ভুল সংশোধন করা সেখানে ডিআরএসেই ভুল থাকা রীতিমত অমার্জনীয়। এ যেন সর্ষে ক্ষেতে ভূত! এমন ‘ভূত’-ই বারবার আবির্ভূত হচ্ছে স্বাগতিক ভারত ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে। সিরিজের তৃতীয় ম্যাচের পর চতুর্থ ম্যাচও পড়েছে ভুলভাল ডিআরএসের সমালোচনার সাগরে।

Also Read - ওয়ানডে সিরিজ নিজেদের করে নিলো দক্ষিণ আফ্রিকা


আর ডিআরএসের এমন মাতাল আচরণে বেশ হতাশ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তার মতে, প্রযুক্তির ব্যবহারে ডিআরএসের এমন অসংলগ্ন আচরণ বা ব্যবহার ক্রিকেটারদের কাছে আশ্চর্যজনক ছিল।

কোহলি বলেন, ‘ডিআরএসের সংকেত আমাদের কাছে আশ্চর্যজনক ছিল। প্রতিটি ম্যাচেই ডিআরএসের উদ্ভট সিদ্ধান্ত আলোচনার বিষয় হয়ে উঠছে। এটি সঠিক সিদ্ধান্ত দিতে পারছে না।’

রবিবার (১০ মার্চ) ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ইনিংসের ৪৪তম ওভারে উইকেটের পেছনে ক্যাচ আউটের আবেদন করেন রিশাভ পান্ট। আম্পায়ার নাকচ করে দিলেও ভারত নিজেদের আবেদনের পক্ষে রিভিউয়ের আশ্রয় নেয়।

স্নিকোমিটারে এ সময় দেখা যায়, বল ব্যাটের কাছ ঘেঁষে যাওয়ায় কিছুটা স্পাইকের সৃষ্টি হয় যদিও বল ব্যাটের কাছে পৌঁছার আগেই স্পর্শের ছোঁয়া প্রদর্শিত হয়। এটি তৃতীয় আম্পায়ারের প্রযুক্তিগত ব্যবহারের ভুল হলেও এই বিষয়টিই হতাশ করেছে ভারতীয় অধিনায়ককে। কেননা আম্পায়ার যেভাবে বলের আচরণ দেখাচ্ছিলেন তাতে সিদ্ধান্ত ভারতের পক্ষেই আসার কথা ছিল।

যার ব্যাট ছুঁয়ে বল উইকেটরক্ষকের তালুবন্দী হওয়ার দাবি করেছিল ভারত, সেই অ্যাশটন টার্নার শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে পান ম্যান অব দ্যা ম্যাচের খেতাব।

কোহলি বলেন, ‘এটি ম্যাচের গতিবিধি পরিবর্তন করে দেওয়ার মত একটি মুহূর্ত ছিল। বল ব্যাটের কাছ ঘেঁষেই ছিল। যখন বড় পর্দায় দেখাচ্ছিল স্পাইক করছে তখন আমার হৃদয়ের স্পন্দন বেড়ে গিয়েছিল।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

টেস্ট চ্যাম্পিয়নশিপে একক আধিপত্য ভারতের

ইনিংস ব্যবধানে জিতে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করল ভারত

ইডেনে আমন্ত্রিত প্রথম টেস্টের সবাই, বেল বাজাবেন শেখ হাসিনা

তিন সিনিয়রকে বাদ দিয়েই পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

ভারতের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ এলগারের