Scores

ডিআরএস ব্যবহার করেও আম্পায়ারের ভুল সিদ্ধান্ত!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিগত আসরগুলো ভুল আম্পায়ারিংয়ের কারণে বেশ বিতর্কিত হয়েছিল। সেই বিতর্ক যেন এবার আর দানা না বাঁধে, কিংবা নতুন করে বিতর্কের সৃষ্টি না হয়- এজন্য এবার রাখা হয়েছে ডিআরএসের ব্যবস্থা।

ডিআরএস ব্যবহার করেও আম্পায়ারের ভুল সিদ্ধান্ত!

তবে সেই ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেমই কি পারছে সঠিক সিদ্ধান্তের প্রতিফলন ঘটাতে? বুধবার (১৬ জানুয়ারি) ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ শেষে ঢাকা ডায়নামাইটস অভিযোগ করেছে- ডিআরএস ব্যবহার করে আম্পায়ারের দেওয়া একটি সিদ্ধান্ত ভুল হয়ে তাদের বিপক্ষে গেছে!

ঢাকা ডায়নামাইটসের এই দাবি অবশ্য ভুলও নয়। রাজশাহী কিংসের ইনিংসের ১২তম ওভারে সুনীল নারাইনের ডেলিভারিকে রিভার্স সুইপ করতে গিয়ে ফ্লাইট মিস করেন ব্যাটসম্যান রায়ান টেন ডেসকাট। এরপর বলটি চলে যায় উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে।

Also Read - আইসিসির নতুন প্রধান নির্বাহী মানু সোহনি


এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার সাড়া দেননি। কিন্তু ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান রিভিউ নেন। ডিআরএসে দেখা যায়, বল আসলেই ডেসকাটের পায়ে লাগেনি, লেগেছে গ্লাভসে। কিন্তু গ্লাভস ছুঁয়ে যেহেতু উইকেটরক্ষকের হাতে জমেছে বল, সেহেতু এটি আউট হওয়ার কথা। কিন্তু আম্পায়ার এলবিডব্লিউ হয়নি- এতটুক দেখেই রিভিউয়ের ইতি ঘটান।

টিভি আম্পায়ার মাসুদুর রহমানের এমন সিদ্ধান্তে বিস্মিত ঢাকা ডায়নামাইটস। সংবাদ সম্মেলনে দলের ক্রিকেটার নাঈম শেখ বলেন, ওখানে লেগ বিফর নিয়ে কথা হচ্ছিলসোহান ভাই ক্যাচ ধরেছিললেগ বিফর না হলে ক্যাচ আউট হতোআউট না দেওয়ায় আমরা একটু বিস্মিত হয়েছিলাম।’

চলমান ষষ্ঠ বিপিএলে আম্পায়ারিং নিয়ে সমালোচনার সুযোগ হয়েছে কম। যদিও যার কারণে আম্পায়াররা সমালোচনার হাত থেকে বেঁচে যাচ্ছেন, সেই ডিআরএসই জন্ম দিচ্ছে বিতর্কের। শুরুতে ডিআরএসের ব্যবস্থা থাকলেও ছিল না অত্যাবশ্যকীয় আলট্রা এজ প্রযুক্তি। এরপর আলট্রা এজ প্রযুক্তি এলেও সিলেট পর্বের প্রথম দিনের ম্যাচে ডিআরএস ব্যবস্থা আবার উধাও হয়ে গিয়েছিল! ডিসিশন রিভিউ সিস্টেম নিয়ে চলমান বিপিএলের আর কয়বার যে বিতর্ক উঠে, কে জানে!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইসিসির নিয়মে অসন্তুষ্ট শচীন; পরিবর্তনের দাবি

বাংলাদেশ যেখানে ভারত-অস্ট্রেলিয়ার চেয়েও এগিয়ে

দেখুন ইতিহাসের সবচেয়ে বাজে রিভিউই নিল ইংল্যান্ড?

ডিআরএসের অসংলগ্ন আচরণে হতাশ কোহলি

ডিআরএস ছাড়াই সিলেটে বিপিএল আয়োজন শুরু!