ডিন জোন্সকে শিরোপা উৎসর্গ করল করাচি
প্রয়াত ক্রিকেট কোচ ডিন জোন্সকে পিএসএলের পঞ্চম আসরের শিরোপা উৎসর্গ করেছে করাচি কিংস। প্রথমবারের মত ফাইনালে ওঠে মঙ্গলবার লাহোর কালান্দার্সকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জেতে করাচি। প্লে-অফের আগে দলটিকে কোচিং করিয়েছিলেন জোন্স।
পিএসএল শেষ হওয়ার কথা ছিল গত মার্চে। করোনার কারণে প্লে-অফের খেলা পেছানো হয়। প্লে-অফের আড়াই মাস আগে পৃথিবীকে বিদায় জানান জোন্স, যিনি পঞ্চম আসরে করাচিকে কোচিং করাচ্ছিলেন। তার কোচিংয়েই দল প্লে-অফে জায়গা করে নেয়।
Also Read - টুইটারে প্রশংসার জোয়ারে ভাসছেন বাবরবাবর আজম, ইমাদ ওয়াসিমরা পুরো প্লে-অফ জুড়েই স্মরণ করেছেন প্রয়াত কোচকে। ডাগআউটে ছিল ‘প্রফেসর ডিনো’র লেআউট। প্লে-অফ শুরুর আগেও তাকে জানানো হয়েছে সম্মান। করাচির শিরোপা জয়ের সাফল্যে তাই না থেকেও ছিলেন জোন্স। ম্যাচ শেষে করাচি জানায়, ঘরের মাঠে জেতা এই শিরোপা তাকেই উৎসর্গ করা হয়েছে।
ক্রিকেটার হিসেবে যেমন খ্যাতিমান ছিলেন, তেমনি ধারাভাষ্যকার ও কোচ হিসেবেও দ্যুতি ছড়িয়ে সমানভাবে খ্যাতি অর্জন করেছিলেন জোন্স। তার নাম কানে আসলেই চোখের সামনে ভেসে ওঠে শুভ্র সাদা চুলধারী এক প্রাণবন্ত চরিত্র। যে চরিত্র বুঝি ক্রিকেটেই সবচেয়ে বেশি মানায়; আর তাই একই নামের এক অভিনেতা থাকলেও অস্ট্রেলীয় ক্রিকেটার ডিন জোন্সের খ্যাতিতে কখনো এতটুকু ভাঁটা পড়েনি।
A special victory for Karachi Kings, which coach Wasim Akram dedicated to the late Dean Jones 🌟 pic.twitter.com/RM5LIZdbfL
— ICC (@ICC) November 17, 2020
Karachi Kings certainly did Dean Jones proud tonight 💙 #PSL2020 pic.twitter.com/TcjS7j3LLA
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 17, 2020
Deano, job done coach! 🏆 #Champions #KarachiKings pic.twitter.com/uM6tKebG0u
— Babar Azam (@babarazam258) November 17, 2020
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।