Scores

ডিপিএলেও ফিটনেস টেস্ট, ভবিষ্যতে বাড়বে বেঞ্চমার্ক!

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) গত আসরে ফিটনেস টেস্ট দিয়ে খেলার নিয়ম চালু করে বোর্ড। গতবার ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার বেঞ্চমার্ক ছিল ৯ নম্বর। তবে এবার তা বাড়িয়ে ১১ করা হয়।

ডিপিএলেও ফিটনেস টেস্ট, ভবিষ্যতে বাড়বে বেঞ্চমার্ক!

বিপ টেস্টে ১১ নম্বর তুলতে অনেক ক্রিকেটারের নাভিশ্বাস ওঠার জোগাড়। পারফরম্যান্স, অভিজ্ঞতা ও বয়সের বিবেচনায় অনেককে ছাড়পত্র দিলেও আটকে গেছেন কেউ কেউ। তবে এনসিএলের আগামী আসরে এই বেঞ্চমার্ক আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এমনটিই জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

Also Read - লিখন-রিশাদকে দলে না নেওয়ায় ঢাকা-রংপুরের কোচকে তলব


একইসাথে এনসিএলের মত ডিপিএল বা ঢাকা প্রিমিয়ার লিগেও খেলার জন্য ফিটনেস টেস্ট বাধ্যতামূলক হচ্ছে। সেই ফিটনেস টেস্টে উতরাতে না পারলে ক্রিকেটাররা ডিপিএলেও অংশ নিতে পারবেন না।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এসব বিষয়ে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে নাজমুল হাসান বলেন, ‘ফিটনেস নিয়ে কাজ করেছি, আমরা দেখেছেন খেলোয়াড়দের ফিটনেস লেভেল। আজ মিটিংয়ে বলেছি- সামনের বছর বেঞ্চমার্ক বাড়াতে চাই। এটা আগেই জানিয়ে দিতে চাই। এবার শেষদিকে এসে নম্বর বাড়ানোর কথা জানানোয় অনেকের আপত্তি ছিল- আগে বললে হয়ত ফিটনেসটা বাড়াতে পারতাম। তাই বলেছি এবার আগে থেকেই জানিয়ে দিতে। আর পরবর্তী ঢাকা প্রিমিয়ার লিগেও এই ফিটনেস টেস্ট পাশ করেই আসতে হবে।

এছাড়া বিপ টেস্টে অংশগ্রহণের জন্য আগামী দিনগুলোতে ক্রিকেটারদের ঢাকায় আসতে হবে। পাপন বলেন, ‘আজ ঠিক করেছি- এখন থেকে ফিটনেস টেস্ট ঢাকায়ই করতে হবে। বাইরে থেকে করলে হবে না।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

ব্যাটে-বলে জাতীয় লীগের সেরা ক্রিকেটার

ব্যাট হাতে জাতীয় লিগের সেরা পাঁচে নাসির

জাতীয় লিগের প্রথম স্তরে উঠে এল সিলেট

মাঠের ভেতর সতীর্থকে পেটালেন শাহাদাত

এনসিএলে চার ড্রয়ের দিনে আলো ছড়ালেন যারা