ডিপিএলের নতুন সূচি প্রকাশ
মিরপুর স্টেডিয়াম ফাঁকা থাকায় বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সূচিতে পরিবর্তন এনেছে বিসিবি। নতুন সূচিতে ম্যাচের পূর্বঘোষিত সময় ঠিক থাকলেও বদলে গেছে ভেন্যু।
গত ২৮ ফেব্রুয়ারি ঘোষিত সূচি অনুযায়ী, ডিপিএলের প্রথম তিন রাউন্ডের খেলা ঢাকার বাইরে হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের প্রভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রীতি ম্যাচ দুটি স্থগিত হওয়ায় ঢাকায় আপাতত কোনো ম্যাচ নেই। তাই ঢাকা লিগ ফিরেছে ঢাকার মাঠেই।
Also Read - হাসান মাহমুদ মজার একটা ছেলে: রিয়াদ
নতুন করে প্রকাশ করা হয়েছে ডিপিএলের প্রথম পাঁচ রাউন্ডের সূচি।
আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে এবারের প্রিমিয়ার লিগ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে যার নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু ডিপিএল। ১৫ মার্চ শুরু হতে যাওয়া এবারের প্রিমিয়ার লিগ আগামী ৮ মে শেষ হওয়ার কথা রয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, সবগুলো দলের অংশগ্রহণে ১১টি রাউন্ড সমাপ্ত হবে ২৭ এপ্রিল। এরপর ৬টি দল উঠবে সুপার লিগে। সেখানে ৫ রাউন্ড করে ম্যাচ খেলবে সুপার লিগের দলগুলো।
একনজরে বঙ্গবন্ধু ডিপিএলের প্রথম রাউন্ডের সূচি
১ম রাউন্ড
তারিখ | ম্যাচ | ভেন্যু |
১৫ মার্চ | আবাহনী বনাম পারটেক্স | মিরপুর |
১৫ মার্চ | রূপগঞ্জ বনাম ওল্ড ডিওএইচএস | বিকেএসপি (৪) |
১৫ মার্চ | প্রাইম দোলেশ্বর বনাম ব্রাদার্স | ফতুল্লা |
১৬ মার্চ | শেখ জামাল বনাম খেলাঘর | বিকেএসপি (৪) |
১৬ মার্চ | প্রাইম ব্যাংক বনাম গাজী গ্রুপ | মিরপুর |
১৬ মার্চ | মোহামেডান বনাম শাইনপুকুর | ফতুল্লা |
২য় রাউন্ড
তারিখ | ম্যাচ | ভেন্যু |
১৯ মার্চ | আবাহনী বনাম ওল্ড ডিওএইচএস | ফতুল্লা |
১৯ মার্চ | রূপগঞ্জ বনাম ব্রাদার্স | বিকেএসপি (৪) |
১৯ মার্চ | প্রাইম দোলেশ্বর বনাম খেলাঘর | মিরপুর |
২০ মার্চ | শেখ জামাল বনাম গাজী গ্রুপ | ফতুল্লা |
২০ মার্চ | প্রাইম দোলেশ্বর বনাম শাইনপুকুর | মিরপুর |
২০ মার্চ | মোহামেডান বনাম পারটেক্স | বিকেএসপি (৪) |
৩য় রাউন্ড
তারিখ | ম্যাচ | ভেন্যু |
২৩ মার্চ | আবাহনী বনাম ব্রাদার্স | বিকেএসপি (৪) |
২৩ মার্চ | রূপগঞ্জ বনাম খেলাঘর | ফতুল্লা |
২৩ মার্চ | প্রাইম দোলেশ্বর বনাম গাজী গ্রুপ | মিরপুর |
২৪ মার্চ | শেখ জামাল বনাম শাইনপুকুর | বিকেএসপি (৪) |
২৪ মার্চ | প্রাইম ব্যাংক বনাম মোহামেডান | মিরপুর |
২৪ মার্চ | ওল্ড ডিওএইচএস বনাম পারটেক্স | ফতুল্লা |
৪র্থ রাউন্ড
তারিখ | ম্যাচ | ভেন্যু |
২৭ মার্চ | আবাহনী বনাম খেলাঘর | মিরপুর |
২৭ মার্চ | রূপগঞ্জ বনাম গাজী গ্রুপ | ফতুল্লা |
২৭ মার্চ | প্রাইম দোলেশ্বর বনাম শাইনপুকুর | বিকেএসপি (৪) |
২৮ মার্চ | শেখ জামাল বনাম মোহামেডান | ফতুল্লা |
২৮ মার্চ | প্রাইম ব্যাংক বনাম পারটেক্স | বিকেএসপি (৪) |
২৮ মার্চ | ব্রাদার্স বনাম ওল্ড ডিওএইচএস | মিরপুর |
৫ম রাউন্ড
তারিখ | ম্যাচ | ভেন্যু |
৩০ মার্চ | আবাহনী বনাম গাজী গ্রুপ | মিরপুর |
৩০ মার্চ | রূপগঞ্জ বনাম শাইনপুকুর | ফতুল্লা |
৩০ মার্চ | প্রাইম দোলেশ্বর বনাম মোহামেডান | বিকেএসপি (৩) |
৩১ মার্চ | শেখ জামাল বনাম প্রাইম ব্যাংক | ফতুল্লা |
৩১ মার্চ | খেলাঘর বনাম ওল্ড ডিওএইচএস | বিকেএসপি (৩) |
৩১ মার্চ | ব্রাদার্স বনাম পারটেক্স | মিরপুর |
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।