ডিপিএলে রিয়াদের বোলিং ঝলক
১৫ মার্চ থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) এর চলতি মৌসুমের খেলা। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে আজ মিরপুরে মাঠে নেমেছে দুই দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচে আগে ব্যাট করে গাজী গ্রুপের সামনে ২৫২ রানের টার্গেট দাঁড় করেছে প্রাইম ব্যাংক। বলহাতে ৩ উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এদিন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। দলের হয়ে অধিনায়ক তামিম ইকবালের সাথে ইনিংস শুরু করতে এসে সুবিধা করতে পারেননি এনামুল হক বিজয়। ফিরেছেন খালি হাতে। তামিমও থিতু হতে পারেননি বেশিক্ষণ, প্যাভিলিয়নের পথ ধরেন ১৯ রান করে।
এরপর রাকিবুল হাসানও ৫ রান করে আউট হলে ৫৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে প্রাইম ব্যাংক। সেখান থেকে মোহাম্মদ মিঠুনকে নিয়ে দলের হাল ধরেন রনি তালুকদার। চতুর্থ উইকেটে গড়েন ৫৫ রানের পার্টনারশিপ। ২৭ রানে থাকা মিঠুনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন গাজী গ্রুপের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
এরই এক ফাঁকে অবশ্য নিজের অর্ধশতক তুলে নেন রনি। শেষপর্যন্ত রিয়াদের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ফেরেন ৭৯ রানে। ১০৪ বলের ইনিংসটি ডানহাতি এ ব্যাটসম্যান সাজিয়েছেন ৭টি চার ও ২টি ছয়ের মারে।
শেষদিকে অলক কাপালির ১৭ রানের সাথে অর্ধশতক হাঁকানো নাহিদুল ইসলামের ৫৩ ও নাঈম হাসানের অপরাজিত ৪৬ রানের দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৫১ রানের পুঁজি পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ৫৩ রান দিয়ে ৩ উইকেট নেন রিয়াদ।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম বাংক: ২৫১/৬ (৫০ ওভার)
রনি ৮৯, নাহিদুল ৫৩*, নাঈম ৪৬*, মিঠুন ২৭; রিয়াদ ৩/৫৩, নাসুম ২/৪০।