Scores

ডিপিএল মাতাতে আবাহনী-মোহামেডানে নতুন বিদেশি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জন্য নতুন এক সদস্যকে দলভুক্ত করেছে আসরের অন্যতম জনপ্রিয় দল ঢাকা আবাহনী। নতুন এই বিদেশি ক্রিকেটার হলেন ভারতের ওয়াসিম জাফর।

৪১ বছর বয়সী বয়োজ্যেষ্ঠ এই ক্রিকেটার ডিপিএল খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন। বুধবার (১৩ মার্চ) বাংলাদেশে পা রাখেন তিনি। ডিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর পরবর্তী ম্যাচেই তিনি মাঠে নামার কথা রয়েছে।

Also Read - এক ইনিংসে খাজার যত রেকর্ড


বৃহস্পতিবার (১৪ মার্চ) ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আসরে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে ঢাকা আবাহনী। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

ডানহাতি ব্যাটসম্যান ওয়াসিম জাফর মূলত টপ অর্ডারে খেলে থাকেন। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে ওয়ান ডাউনে ব্যাট করে থাকেন তিনি। আসরের বাকি অংশের পুরোটা সময় জুড়ে আবাহনীর সাথে তিনি থাকবেন বলে জানা গেছে।

ভারতের হয়ে ওয়াসিম খেলেছেন ৩১টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ। ২০০৮ সালের পর আন্তর্জাতিক অঙ্গনে আর খেলা হয়নি তার।

এদিকে ঢাকা আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব দলে ভিড়িয়েছে বিদেশি ক্রিকেটার চতুরঙ্গ ডি সিলভাকে। ভারতীয় ক্রিকেটার বিপুল শর্মার চোটের কারণে লঙ্কান এই তারকাকে দলভুক্ত করেছে মোহামেডান। তিনিও আসরের বাকি সময়ের পুরো অংশেই দলের সাথে থাকবেন বলে জানা গেছে।

শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে খেলা এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আন্তর্জাতিক অঙ্গনে মাঠ মাতিয়েছেন ৭টি ওয়ানডে ও ২টি টি-২০ ম্যাচে।

প্রসঙ্গত, আসরে নিজেদের পরের ম্যাচে শুক্রবার (১৫ মার্চ) প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান।

প্রসঙ্গত, ডিপিএলের ২ রাউন্ডের খেলা শেষে নিজেদের খেলা দুটি ম্যাচেই জয় পেয়েছে আবাহনী ও মোহামেডান। রান রেটের হিসেবে আবাহনী পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করলেও মোহামেডান রয়েছে তৃতীয় স্থানে। দুই দলের মাঝখানে অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, আবাহনী ও মোহামেডানের মতই দুটি জয় নিয়ে। এছাড়া দুটি জয়ে চতুর্থ স্থানে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

যে কারণে মোহামেডান ছেড়ে আবাহনীর ভক্ত হলেন মুশফিক

বড় জয়ে টুর্নামেন্ট শুরু মুশফিকের আবাহনীর

মুশফিক-মোসাদ্দেকে আবাহনীর বড় সংগ্রহ

ডিপিএলে মুশফিকের সেঞ্চুরি

ব্যাটিং বিপর্যয়ে আবাহনী