Scores

ডিপিএল মাতাতে আসছেন দীনেশ কার্তিক

সদ্য সমাপ্ত হওয়া আইপিএলে গুজরাট লায়ন্সের হয়ে খেলেছিলেন ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক। এবার আসছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ মাতাতে!

দীনেশ কার্তিক খেলবেন তারকা নির্ভর আবাহনী লিমিটেডে। এর আগে আবাহনীর হয়ে খেলে গেছেন বিগ হিটার ইউসুফ পাঠান, মনোজ তিওয়ারী, উদয় কাউল ও মানবিন্দার বিসলা। এবার সেই একই দলের হয়ে খেলবেন দীনেশ কার্তিক।

১৫ই জুন বুধবার মোহামেডানের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে তামিম-সাকিবদের আবাহনী লিমিটেড। সুপার লীগের গুরুত্বপূর্ণ এই ম্যাচেই ডিপিএলে অভিষেক হবার কথা আছে দীনেশ কার্তিকের।

Also Read - ১৮ ই জুন মোহামেডানের হয়ে মাঠে নামছেন মুস্তাফিজ!


image

তবে প্রিমিয়ার লিগের নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) নিয়ম অনুযায়ী প্রতিটি দল একজন করে বিদেশী ক্রিকেটার মাঠে নামাতে পারবে।অন্যদিকে আবাহনীর দলে রয়েছে বেশ ক’জন বিদেশী খেলোয়াড়। যার বেশির ভাগই ভারতের। তবে দীনেশ কার্তিকের থেকে তাদের প্রোফাইল বেশি ভারী নয়।

সবকিছু ঠিক থাকলে ১৪ই জুন মঙ্গলবার ঢাকায় পা রাখার কথা আছে দীনেশ কার্তিকের । সেক্ষেত্রে এসে পরের দিনেই মাঠে নেমে যেতে হবে কার্তিককে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

কালবৈশাখী ঝড়ে সিলেট স্টেডিয়ামের ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রিমিয়ার লিগে এবারও ভালো করার প্রত্যাশা রাব্বির

ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ শুরু ৭ এপ্রিল

রাজশাহীর সামনে আজ বরিশাল

২০ জুলাই থেকে শুরু বোলিং অ্যাকশন সংশোধনের কাজ