Scores

ডি ভিলিয়ার্সকে ফিরে পেতে মরিয়া ডু প্লেসিস

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ এর আগেই ফেরানোর তোড়জোড় যেন চলছে। ডি ভিলিয়ার্সের পরে এই ব্যাপারে মুখ খুললেন বর্তমান অধিনায়ক ফাফ ডু প্লেসিসও।

ডি ভিলিয়ার্সকে ফিরে পেতে মরিয়া ডু প্লেসি

ডি ভিলিয়ার্স যে আবারো ফিরতে চান সে কথা তিনি নিজেই অকপটে স্বীকার করেছেন। তার মতো অভিজ্ঞ ও চৌকসকে ফিরে পেতে মুখিয়ে আছে দলও। ভিলিয়ার্সের পরে দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নেয়া ডু প্লেসিসও জানিয়েছেন সাবেক অধিনায়ককে ফিরে পেতে তারা কতটা মরিয়া। এখন দুইয়ে দুইয়ে চার মিলে গেলেই ভিলিয়ার্সকে আবারো দেখা যেতে পারে প্রোটিয়াদের জার্সিতে।

Also Read - গেইলের দানবীয় শুরুর পর রাজশাহীর দুর্দান্ত প্রত্যাবর্তন


ডি ভিলিয়ার্সকে ফেরানোর ব্যাপারে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন ডু প্লেসিস, ‘আমরা এই ব্যাপারে আলোচনা করেছি। আমি তাকে দলে ফিরে পেতে মুখিয়ে আছি। আমাদের নতুন কোচিং স্টাফ আসার আগে থেকেই আমরা তাকে ফিরে পেতে চাচ্ছি। সামনে টি-টোয়েন্টি সংস্করণে আমাদের কোথায়, কবে, কয়টি করে ম্যাচ আছে দেখতে হবে। তারপর সেগুলোকে এমনভাবে সাজাতে হবে যেন আমরা তাকে ফিরতে বলতে পারি। তিনিও আবার দলে ফিরতে চান।’

গত বছর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এ ভরাডুবি হয় দক্ষিণ আফ্রিকার। এই ব্যর্থতার কারণ হিসাবে অধিনায়ক মনে করেন, দলের সঠিক কম্বিনেশন খুঁজে না পাওয়া। সেই ভুলের পুনরাবৃত্তি আবারো করতে চান না তিনি।

‘সবকিছু পরিকল্পনা করে এগোনোর এই যুগে এসে আমরা অবশ্যই চাই, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের সেরা ১১, ১২ কিংবা ১৩ জনই স্কোয়াডে থাকুক এবং ঘুরেফিরে সিরিজগুলো খেলুক,’ বলেন ডু প্লেসিস।

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী, তার আগে দক্ষিণ আফ্রিকার তিনটি টি-টোয়েন্টি সিরিজ আছে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ না হলে অবশ্যই আইপিএল খেলতে চান ওয়ার্নার

বিশ্বকাপ-আইপিএল দুই-ই সম্ভব, বলছেন গাভাস্কার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সাঙ্গাকারার পরামর্শ

বিশ্বকাপ নিয়ে আইসিসির সংকেতের অপেক্ষায় বিসিবি

এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় না অস্ট্রেলিয়া!