
হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ডি ভিলিয়ার্সের এমন হঠাৎ অবসরের সিদ্ধান্তে চমকে গিয়েছে ক্রিকেটবিশ্ব। ডি ভিলিয়ার্সের অবসরের ঘোষণার পর টুইটারে ক্রিকেটের মহারথীরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার টুইটারে লিখেন, “মাঠে তোমার খেলা পছন্দ করি। মাঠের বাইরেও তুমি ৩৬০ ডিগ্রী সফলতা পাও। নিশ্চয়ই তোমাকে মিস করব এবি ডি ভিলিয়ার্স। তোমার জন্য আমার শুভকামনা।”
Like your on-field game, may you have 360-degree success off the field as well. You will definitely be missed, @ABdeVilliers17. My best wishes to you! pic.twitter.com/LWHJWNXcVG
— Sachin Tendulkar (@sachin_rt) May 23, 2018
টুইট করেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এবি ডি ভিলিয়ার্সের উইকেট তার বহুল আকাঙ্ক্ষিত হিসেবে অভিহিত করে তিনি লিখেন, “আমার অন্যতম আকাঙ্ক্ষিত উইকেট। অধিকাংশ সময়েই তোমাকে আউট করাটা একটা চ্যালেঞ্জ ছিল। চমৎকার এ ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন।”
One of my most cherished wickets! 🙂 Most of the times it was a massive challenge getting you out. Congratulations on a wonderful career @ABdeVilliers17 pic.twitter.com/jezZ1kwDCw
— Shahid Afridi (@SAfridiOfficial) May 23, 2018
দক্ষিণ আফ্রিকার এ বিস্ফোরক ব্যাটসম্যানকে এ দশকের সবচেয়ে বড় আনন্দদানকারী বলেছেন ধারাভাষ্যকার আকাশ চোপড়া। আকাশ চোপড়া তার টুইটে লিখেন, “গত দশকের সবচেয়ে বড় আনন্দদানকারী আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছে। তোমার অনুপস্থিতি অনুভব করবে সবাই। ক্রিকেট আরো সম্বলহীন হবে। তোমার ভবিষ্যতের প্রয়াসের জন্য শুভকামনা।”
The biggest entertainer in the last decade has bid goodbye to International cricket…your absence will be felt, AB. Cricket will be poorer. Wish you all the best for your future endeavours. Go well @ABdeVilliers17
— Aakash Chopra (@cricketaakash) May 23, 2018
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী পেসার অ্যালান ডোনাল্ড আচমকা এ ঘোষণায় বিস্মিত হয়েছেন। তিনি লিখেন, “এবি ডি ভিলিয়ার্সের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণার বিষয়টিতে বিস্মিত। কিন্তু এটাই জীবন এবং সে মনে করে এটিই ছেড়ে দেওয়ার সঠিক সময়। ধন্যবাদ চমৎকার সব ম্যাচ জেতানো পারফরম্যান্স, দক্ষ অধিনায়কত্ব এবং সবচেয়ে বেশি যেটার জন্য তা হলো নম্রতা।”
So shocked to here @ABdeVilliers17 has decided to call time on his international career. But that’s just life and he feels it’s time to move on. Thank you great man for your amazing Match winning Performances, Skill Captaincy and most of all your Humility.
— Allan Donald (@AllanDonald33) May 23, 2018
শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে লিখেন, “সেরাদের একজন। তোমার জন্য শুভকামনা এবি। বিস্ময়কর খেলোয়াড় এবং সর্বোপরি দারুণ একজন লোক।”
One of the best! Wish you all the best AB amazing player but above all that great guy… https://t.co/njEZLnuPit
— Mahela Jayawardena (@MahelaJay) May 23, 2018
এছাড়া মার্ক বাউচার, মাইকেল ভন, ব্রেন্ডন টেলর, হার্শা ভোগলেসহ অনেক বিখ্যাত ক্রীড়া ব্যাক্তিত্ব টুইটে তাদের প্রতিক্রিয়া এবং এবি ডি ভিলিয়ার্সের জন্য শুভকামনা জানিয়ে লিখেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ডি ভিলিয়ার্সের বিদায় ঘোষণার ভিডিও দেখুন-
আরো পড়ুন ঃ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডি ভিলিয়ার্স