Scores

ডি ভিলিয়ার্সের চোখে আমলাই সেরা

ক্রিকেট বিশ্বের সর্বকালের অন্যতম সেরা কজন ব্যাটসম্যানের তালিকা করলে সেখানে থাকবে এবি ডি ভিলিয়ার্সের নাম। সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক হুট করে অবসর নেওয়ার আগে ব্যাট হাতে শাসন করেছেন ক্রিকেট বিশ্বকে।

ডি ভিলিয়ার্সের চোখে আমলাই সেরা

এমনকি অবসর গ্রহণের পরও তাকেই ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হয়। তবে সেই ভিলিয়ার্সই বলছেন, তার দৃষ্টিতে সেরা ব্যাটসম্যান হাশিম আমলা।

Also Read - বিশ্বকাপ বাছাইপর্বের জন্য নারী দল ঘোষণা


আমলা ও ডি ভিলিয়ার্স দুজনই একসময় জাতীয় দলের সতীর্থ ছিলেন। ডি ভিলিয়ার্সের পথে হেঁটে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আমলাও। তার সিদ্ধান্তটাও অনেকটা হুট করেই এসেছে। সাবেক সতীর্থের বিদায় বেলায় জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে এক আবেগঘন বার্তায় ডি ভিলিয়ার্স বন্দনা করেছেন আমলার।

ডি ভিলিয়ার্স বলেন-

‘অবিশ্বাস্য ক্যারিয়ার হাশিম আমলার। শুরুতে তোমাকে নিয়ে অনেকেই সন্দেহ করেছিল। কিন্তু তোমার লড়াকু চেতনা, বিনয় ও অবিশ্বাস্য প্রতিভা দিয়ে তুমি পাহাড়ের শীর্ষে উঠেছিলে। শেষ পর্যন্ত তুমি বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন এবং আমার দেখা সেরা। এমন ক্যারিয়ারের জন্য অভিনন্দন।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

এক বছরের জন্য নিষিদ্ধ হলেন ধনাঞ্জয়া

সবাইকে ছাপিয়ে ‘রাজত্ব’ দখলে নিলেন কোহলি

জয়ের ধারায় বাংলাদেশ, টুইটারে প্রশংসা ও স্বস্তি

ব্রিটিশ সংবাদমাধ্যমের উপর বেজায় চটেছেন স্টোকস

যে ম্যাচে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই দলই ঘুরে দাঁড়াতে মরিয়া