Scores

ডি ভিলিয়ার্সের চোখে টি-২০ এক্স-এর পাঁচ উদীয়মান

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট টি-২০ এক্স-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন দক্ষিন আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। ১৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে তার চোখে পাঁচজন উদীয়মান ক্রিকেটার চিহ্নিত করেছেন তিনি।

ডি ভিলিয়ার্সের চোখে টি-২০ এক্স-এর পাঁচ উদীয়মান

এক টুইটে এবি ডি ভিলিয়ার্স লিখেন, “টি-২০ এক্স থেকে  আমার পাঁচজন উদীয়মান ক্রিকেটার। চোখ রাখুন তাদের ওপর।” এ পাঁচজন ক্রিকেটার হলেন- ইংল্যান্ডের ড্যান লরেন্স, জেমি ওভারটন, উইন্ডিজের শিমরন হেটমেয়ার, আয়ারল্যান্ডের পল স্টার্লিং এবং আফগানিস্তানের কায়েস আহমেদ।

Also Read - চাপ নিচ্ছে না বাংলাদেশ২১ বছর বয়সী ড্যান লরেন্স ডানহাতি ব্যাটসম্যান ও লেগব্রেক বোলার। এসেক্সের এ ক্রিকেটার এখন পর্যন্ত খেলেছেন ৫৪ টি প্রথম শ্রেণির ম্যাচ, ২০ টি লিস্ট এ ম্যাচ ও ৩৭ টি-২০ ম্যাচ। আরেক ইংলিশ ক্রিকেটার জেমি ওভারটন ডানহাতি পেসার। ২০১২ সাল থেকে কাউন্টি খেলছেন ২৪ বছর বয়সী জেমি ওভারটন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওভারটন জানিয়েছেন নিজের প্রত্যয়ের কথা। তিনি মনে করেন একদিন বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার হতে পারবেন।

ক্যারিবিয়ান ক্রিকেটার শিমরন হেটমেয়ারের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছে গত বছর। এ বাঁহাতি ব্যাটসম্যান সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ওয়ানডে  সিরিজে খেলেছেন ১০৬ ও ৯৪ রানের দুইটি ইনিংস। ১৭ ওয়ানডেতেই তিনটি শতকের মালিক এ ২১ বছর বয়সী ক্রিকেটার।

আইরিশ ক্রিকেটার পল স্টার্লিং আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দশ বছর। ২৮ বছর বয়সী স্টার্লিং ইতোমধ্যেই খেলেছেন ১০০ আন্তর্জাতিক ওয়ানডে আর ৫২ টি আন্তর্জাতিক টি-২০। খেলেছেন আয়ারল্যান্ডের প্রথম টেস্টও।

আফগানিস্তানের লেগ স্পিনার কায়েস আহমেদ দারুণ সম্ভাবনাময়। ১৮ বছর বয়সী  এ লেগি ৮ টি প্রথম শ্রেণির ম্যাচে শিকার করেছেন ৪১ উইকেট। এছাড়া ১৮ টি-২০  তে রয়েছে ২২ উইকেট।


আরো পড়ুনঃ  ২৮ বছর বয়সী ক্রিকেটারের মৃত্যু, ইংলিশ ক্রিকেটে শোক


 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিগ ব্যাশে নাম লেখালেন ডেল স্টেইন

বিগ ব্যাশে নাম লেখালেন ডি ভিলিয়ার্স

এমসিসির পক্ষ থেকে ডি ভিলিয়ার্সকে বিশেষ সম্মাননা

ডি ভিলিয়ার্সের চোখে আমলাই সেরা

ডি ভিলিয়ার্সকে যুবরাজ-কোহলির আবেগঘন বার্তা