Score

ডি ভিলিয়ার্সের প্রতি কোহলির বিশেষ বার্তা

ব্যাটিং দানব হিসেবে খ্যাত ছিলেন দুজনই। একসাথে খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। তাও দীর্ঘদিন। ২০১১ সাল থেকেই বিরাট কোহলি এবি ডি ভিলিয়ার্স রয়্যালচ চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অংশ। এই লম্বা সময় একসাথে খেলতে খেলতে হয়েছে দুজনের গভীর ভ্রাতৃত্ব।

ডি ভিলিয়ার্সের প্রতি কোহলির বিশেষ বার্তা
ছবিঃ আইসিসি

ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে জেনেছেন কোহলিও। কদিন আগেই দুজন একসাথে খেলেছেন আইপিএলে। সতীর্থের প্রতি একটি বার্তা প্রদানের বিষয়টি তাই ছিলই। ভারতীয় অধিনায়ক সম্প্রতি সেটিই করলেন।

শুক্রবার এক টুইট বার্তায় কোহলি বলেন-

Also Read - সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন সাকিব!

‘তুমি যা-ই করো, সবকিছুর জন্য আমার শুভকামনা থাকলো ভাই। তুমি যতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছ, ব্যাটিংয়ের দর্শনই পাল্টে দিয়েছ। আগামীর যাত্রার জন্য তোমার এবং তোমার পরিবারের প্রতি রইল শুভবার্তা।’

বুধবার (২৩ মে) হুট করেই অবসরের সিদ্ধান্ত জানান তিনি। ৩৪ বছর বয়সী এ ব্যাটসম্যান জানান সব ভেবেচিন্তেই অবসরের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪ টি টেস্ট, ২২৮ টি ওয়ানডে এবং ৭৮ টি-টোয়েন্টি খেলেছেন এবি ডি ভিলিয়ার্স।

তার অবসরের সিদ্ধান্ত অবাক করে দিয়েছে ক্রিকেটবিশ্বকে। বিশ্বকাপের এক বছর আগে যে এমন ঘোষণা আসবে তা যেন ভাবতেই পারেনি কেউ। অবসরের ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ভেসে গিয়েছে এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে। অসংখ্য ভক্ত আবেদন জানিয়েছেন অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার।

এমনকি অবাক হয়েছেন ক্রিকেটের কিংবদন্তীরাও। তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে টুইট করেছেন শচীন টেন্ডুলকার, শহীদ আফ্রিদি, মাহেলা জয়াবর্ধনে সহ আরো অনেকে।

১৯৮৪ সালে জন্ম নেওয়া এই ক্রিকেটার ২০০৪ সালে টেস্টে, ২০০৫ সালে ওয়ানডেতে এবং তার পরের বছর টি-২০ ক্রিকেটে নিজের অভিষেক ঘটান। চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের জীবনের শেষ টেস্ট খেলেন তিনি। শেষ ওয়ানডে ম্যাচটি খেলেন ফেব্রুয়ারিতে, ভারতের বিপক্ষে। টেস্ট ও ওয়ানডের মতো শেষ টি-২০ ম্যাচটিও খেলেছেন ঘরের মাটিতে, বাংলাদেশের বিপক্ষে গত অক্টোবরে। ডানহাতি এই ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ৪৭টি শতক এবং ১০৯টি অর্ধ-শতক হাঁকিয়েছেন।

আরও পড়ুনঃ দুই ফরম্যাটে দুই কোচ চান না সালাউদ্দিন

Related Articles

পাঞ্জাবের মেন্টরের পদ থেকে সরে দাঁড়ালেন শেবাগ

মুস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই

ক্রিকেট লিগ নিয়ে কঠোর হচ্ছে আইসিসি!

‘চুলে নয়, বলে তাকাও’

বরখাস্ত হলেন ভেট্টোরি