Scores

ডু প্লেসিসের ইনজুরিতে প্রোটিয়াদের নেতৃত্বে ডি কক-ডুমিনি

দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসের ইনজুরিতে দলটির নেতৃত্বের ভার দেওয়া হয়েছে কুইন্টন ডি কক ও জেপি ডুমিনিকে।

ডু প্লেসিসের ইনজুরিতে প্রোটিয়াদের নেতৃত্বে ডি কক-ডুমিনি

শ্রীলঙ্কা সফরের চলমান ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলোতে দলকে নেতৃত্ব দিচ্ছেন ডি কক। আর সফরের একমাত্র টি-২০ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ডুমিনি।

Also Read - খেলোয়াড়দের শুধরাতে আরও কঠোর হবে আইসিসি


ডি কক অবশ্য প্রোটিয়াদের নেতৃত্ব দিয়েছেন আগের ম্যাচেও। ম্যাচ চলাকালে চোট পেয়ে ডু প্লেসিস মাঠ থেকে বের হয়ে যাওয়ার পর ডি ককই সামলেছেন সতীর্থদের। অবশ্য ডু প্লেসিসের সর্বশেষ ইনজুরিতে (ফেব্রুয়ারি ২০১৮) যিনি বদলি অধিনায়ক হয়েছিলেন, সেই অ্যাইডেন মারক্রাম এবার দলেই নেই। তাই ডি ককই ছিলেন টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ।

রোববার স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ চলাকালে ফিল্ডিং করার সময় চোট পান ডু প্লেসিস। লঙ্কান ব্যাটসম্যানের ব্যাটে লেগে ছুটে আসা বল তালুবন্দী করতে গিয়ে ডান কাঁধে টান লাগে প্রোটিয়া ক্রিকেটারের।

এই ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক খেলতে পারবেন না শ্রীলঙ্কা সফরের আর কোনো ম্যাচই। পাল্লেকেলেতে রোববার চোট পাওয়ার পর আর ফিল্ডিং করতেই নামেননি তিনি। তখনই ধারণা করা হচ্ছিল, ৩৪ বছর বয়সী ক্রিকেটারের চোটটি বেশ গুরুতরই।

ডু প্লেসিসের এই ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজের পুরোটা এবং ওয়ানডে সিরিজের বাকি অংশ থেকে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে দলের অন্যতম সেরা ক্রিকেটারকে।

উল্লেখ্য, এই প্রতিবেদন লেখার সময় (৯ আগস্ট) সিরিজের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে মোকাবেলা করছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১২ আগস্ট। এরপর ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার একমাত্র দ্বিপাক্ষিক টি-২০ ম্যাচ। নিয়মিত অধিনায়ক ডু প্লেসিস দলে না থাকায় সিরিজে দক্ষিণ আফ্রিকার ভালো করা একটু কঠিনই। তবে ডি কক ও ডুমিনি অধিনায়কের কাজটুকু ঠিকভাবে করতে পারলে অনেকটাই সম্ভব ডু প্লেসিসের ঘাটতি পূরণ।

আরও পড়ুন: পরকালে পাড়ি জমালেন আফজালুর রহমান সিনহা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সাইফউদ্দিনের বোলিং তোপের পরও আফগানদের লড়াকু পূঁজি

ভারত যাচ্ছে অনূর্ধ্ব-২৩ দল, ‘এ’ দল শ্রীলঙ্কায়

বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত

বাংলাদেশ হারলেই আফগানিস্তানের বিশ্বরেকর্ড!

বাংলাদেশের সামনে এবার টি-টোয়েন্টির ‘শক্তিশালী’ আফগানিস্তান