Scores

ডু প্লেসি-করুণারত্নের চোখে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে যারা

ইংল্যান্ডে চলমান বিশ্বকাপের দ্বাদশ আসর প্রায় সমাপ্তির পথে। আর মাত্র ৩টি ম্যাচ বাকি আছে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড নিউজিল্যান্ড এখন আছে শিরোপার লড়াইয়ে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি ও শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে জানিয়েছেন তাদের চোখে কারা শিরোপার দৌঁড়ে এগিয়ে।

 

Also Read - চোটে পড়লেন দুই অজি ক্রিকেটার


লঙ্কান অধিনায়ক করুণারত্নে ভারতকেই এগিয়ে রেখেছেন। তারমতে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতই ফাইনালে তো যাবে। সেই সাথে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের থেকে ভারতই বিশ্বকাপ জেতার যোগ্য দল বলে তিনি মন্তব্য করেছেন। তবে ম্যাচের দিনে যদি প্রতিপক্ষের ভাগ্য সুপ্রসন্ন থাকে সেটা ভিন্ন কথা।

এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, ‘আমার মনে হয়, এই বিশ্বকাপ জেতার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে ভারতের। তবে ম্যাচের দিনে যদি প্রতিপক্ষ জ্বলে ওঠে তবে তারা জয় ছিনিয়ে নিতে পারবে।’

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু প্লেসি অবশ্য একটি দলকে নিয়েই মন্তব্য করেননি। তিনি বাজির ঘোড়া হিসেবে ধরেছেন ভারত ও অস্ট্রেলিয়াকে। তবে অজিদেরকেই একটু বেশি এগিয়ে রেখেছেন।

বিশ্বকাপের দ্বাদশ আসরের শিরোপা জিততে পারে কোন দল সেই প্রশ্নের জবাবে প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘অস্ট্রেলিয়া এবং ভারত প্রতিটি সময়েই নিজেদেরকে প্রমাণ করে এসেছে। তারা বড় ম্যাচ জয়ের দল। আত্মবিশ্বাসই তাদের বড় একটা শক্তি। তবে আমি বলতে চাই, অস্ট্রেলিয়া কিংবা ভারত।’

রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শেষ করেছে ভারত। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে ভারত ও এই হারে দ্বিতীয় স্থানে নেমে গেছে অস্ট্রেলিয়া। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

সেমিফাইনালে পয়েন্ট টেবিলের প্রথম ও চতুর্থ দল একটি ম্যাচে একে অপরের মোকাবেলা করবে। অপর ম্যাচে দ্বিতীয় দলের প্রতিপক্ষ তৃতীয় স্থানের দলটি। অর্থাৎ প্রথম সেমিফাইনালে ভারত লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ জুলাই। দ্বিতীয় সেমিফাইনালে লড়বে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ১১ জুলাই অনুষ্ঠিতব্য ম্যাচটির ভেন্যু এজবাস্টন।

প্রসঙ্গত, দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। সেমিফাইনালের দুই বিজয়ী দল ১৪ জুলাই মুখোমুখি হবে আসরের ফাইনাল ম্যাচে, যার ভেন্যু ক্রিকেটের তীর্থস্থান লর্ডস। ফাইনাল ম্যাচটিও বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইপিএল মামলায় মীমাংসা পাচ্ছেন স্টার্ক

টি-২০ বিশ্বকাপ নিয়ে মুখোমুখি অবস্থানে ভারত ও অস্ট্রেলিয়া

অবসরের আগে স্মিথের ‘দুই লক্ষ্য’

আইপিএলকে ‘না’ বলায় কোনো আক্ষেপ নেই স্টার্কের

স্থগিত আরেকটি সিরিজ, খুলে গেল আইপিএলের দুয়ার