Scores

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ পৃথ্বী শাও

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় নিষেধাজ্ঞা পেয়েছেন ভারতের তরুণ ক্রিকেটার পৃথ্বী শাও। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার শাস্তির ব্যাপারে নিশ্চিত করে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ পৃথ্বী শাও

ভারত টেস্ট দলের এই ওপেনার ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় তাকে চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারতীয় বোর্ড। ফলে এই সময়ের মধ্যে ভারতের সিরিজগুলোতে অংশ নিতে পারবেন না তিনি। ইঞ্জুরির কারণে অবশ্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে নেই তিনি। তবে নিষেধাজ্ঞার কারণে থাকা হবে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ ও বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও।

Also Read - ‘সব শেষ হয়ে গেছে’— মনে করেন না সাকিব


প্রসঙ্গত, স্বাগতিক ভারত ও বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৪ নভেম্বর।

বিসিসিআইয়ের অ্যান্টি ডোপিং টেস্তিং প্রোগ্রামের আওতায় মূত্র নমুনা জমা দিয়েছিলেন পৃথ্বী। গত ২২ ফেব্রুয়ারি ইন্দোরে তার এই মূত্র নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষানিরীক্ষা শেষে সেই নমুনায় মাদক জাতীয় দ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে।

টার্বুটালাইন নামের এই রাসায়নিক পদার্থকে মাদকের সাথে তুলনা করা হয়ে থাকে। অবশ্য পৃথ্বীর দাবি, কাশি সারানোর জন্য তিনি যে ঔষধ সেবন করেছিলেন সেই ঔষধেই ছিল টার্বুটালাইন। অর্থাৎ তার অভিমত, ইচ্ছা করে তিনি এই নিষিদ্ধ দ্রব্য ব্যবহার করেননি।

১৯ বছর বয়সী পৃথ্বী ২০১৮ সালে ভারতের টেস্ট জার্সিতে নিজের অভিষেক ঘটান। এখন পর্যন্ত তিনি খেলেছেন দুটি টেস্ট, খেলা হয়নি সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে। তার ক্যারিয়ারের শুরুতেই যেন বড় এক কলঙ্ক লেপে দিল ডোপ টেস্টে পজিটিভ হওয়ার খবর।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

কোয়ার্টার ফাইনালে স্বাগতিকরাই বাংলাদেশের প্রতিপক্ষ

মুশফিকের সুরে সুর মেলালেন রাহুল

ভক্তকে কটূক্তি করে জরিমানার শিকার স্টোকস

এশিয়া কাপকে ঘিরে বিশ্বকাপ বর্জনের হুমকি পাকিস্তানের!

বিসিবির সাথে কোনো চুক্তি হয়নি পিসিবির