Scores

ড্রিম ইলেভেনেও চীনের মালিকানা, ক্ষেপেছেন ভারতীয়রা

ভিভো সরে যাওয়ার পর আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে দায়িত্ব নিয়েছে গেমিং অ্যাপ সংস্থা ড্রিম ইলেভেন। মূলত চীনা প্রতিষ্ঠান বলেই ভিভোর সাথে বনিবনা হয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের। তবে এবার জানা গেল, ড্রিম ইলেভেনেও আছে চীনের অংশিদারিত্ব!

ড্রিম ইলেভেনেও চীনের মালিকানা, ক্ষেপেছেন ভারতীয়রা

চীনের সাথে ভারতের সীমান্তে তপ্ততা পুরনো ইস্যু, তবে সম্প্রতি ঘটেছে নতুন করে। এর জেরে পুরো ভারতে চীনকে বর্জনের ডাক আসে। ভারতীয়রা নিজের বাড়িতে থাকা চীনের তৈরি টেলিভিশনও ভেঙে ফেলেছেন। স্বভাবতই আইপিএলে টাইটেল স্পন্সর হিসেবে ভিভোর অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছিল। কারণ মুঠোফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিভোর মালিকানা চীনা।

Also Read - অবসরের দিনক্ষণ নির্ধারণ করে রেখেছেন ফিঞ্চ


প্রশ্নের মুখে ভিভো আইপিএল থেকে সরে দাঁড়ায়। মঙ্গলবার (১৮ আগস্ট) আইপিএলের নতুন টাইটেল স্পন্সর হিসেবে নিযুক্ত করা হয় অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস প্রতিষ্ঠান ড্রিম ইলেভেনকে। তবে এই ড্রিম ইলেভেনের সাথেও চীনের সম্পর্ক রয়েছে!

২২২ কোটি রুপির বিনিময়ে ড্রিম ইলেভেনের সাথে চুক্তি করেছে আইপিএল। ভিভোর কাছ থেকে এর প্রায় দ্বিগুণ অর্থ পেত বিসিসিআই। ভিভোকে বাদ দেওয়া হয়েছে চীনের মালিকানার কারণেই। তবে চীন বয়কটের ডাক শুনে বিসিসিআই যে সংস্থাকে টাইটেল স্পন্সর করেছে, সেই ড্রিম ইলেভেনের সাথে যুক্ত রয়েছে টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

এই প্রতিষ্ঠানটি ১৯৯৮ সালে চীনের শেনঝেনে যাত্রা শুরু করে এবং সময়ের সাথে চীনের সবচেয়ে বড় গেমিং প্রতিষ্ঠানে পরিণত হয়। উইচ্যাট, হাইক ও পাবজির বড় অংশের অংশীদারও তারা। প্রতিষ্ঠানটি ড্রিম ইলেভেনে ১০০ মিলিয়ন ডলার বা প্রায় ৭৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে।

ঘুরেফিরে চীনের সাথে আইপিএলের টাইটেল স্পন্সরের সম্পর্ক থাকায় ভারতীয়রা চটেছেন। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডারস (সিএআইটি) বিসিসিআইয়ের কাছে অসন্তোষ জানিয়ে চিঠি দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চীন বিমুখী ভারতীয়রা ঝাড়ছেন ক্ষোভ। একনজরে দেখে নিন এমন কিছু টুইট।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

আইপিএলে নিজের ‘আইডল’-এর দলে খেলতে চান ম্যাক্সওয়েল

ধোনির সাথে অবসর ও আইপিএল থেকে ফেরার কারণ জানালেন রায়না

ভারতে করোনার চেয়েও বেশি আগ্রহ আইপিএলে

‘ব্যাটিংয়ের সময় রাহুলের কাছে ক্ষমা চেয়েছি’- নিশামের টুইটে ম্যাক্সওয়েলের ঠাট্টা

শেবাগের নির্মম উপহাস নিয়ে কৌশলী অবস্থান ম্যাক্সওয়েলের