Scores

“ড্রেসিংরুমে এসে দেখে যান আমাদের সম্পর্ক কীরকম”

সাম্প্রতিক সময়ে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে বিতর্কের জন্ম হয়েছিল। প্রভাবশালী সংবাদমাধ্যম খবর প্রচার করে- জাতীয় দলের এই সিনিয়র ক্রিকেটারের সাথে দলের অনেকেরই সম্পর্কটা ভালো যাচ্ছে না। এই খবর চাউর হওয়ার পর এতদিন মুখ বন্ধ ছিল রিয়াদের। তবে এবার তিনি মুখ খুলেছেন।

“ড্রেসিংরুমে এসে দেখে যান আমাদের সম্পর্ক কীরকম”
মাহমুদউল্লাহ রিয়াদ। ফাইল ছবি: বিডিক্রিকটাইম

রিয়াদের দাবি, দলের সদস্যদের মধ্যে কোনো টানাপড়েন নেই এবং যেসব খবর প্রচারিত হয়েছে সেগুলো সত্যি নয়। বিতর্কিত ইস্যু নিয়ে মন্তব্য করতে না চাইলেও জানালেন- প্রয়োজনে ড্রেসিংরুমে গিয়ে দেখে আসা হোক কতটা মধুর সম্পর্ক জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে।

Also Read - খেলোয়াড় তুলে আনাই ডমিঙ্গোর মূল লক্ষ্য


রিয়াদ বলেন, ‘এই ধরণের বিষয় নিয়ে মন্তব্য না করাই ভালো। শুধু এটুকু বলতে চাই- কিছু বিষয় যেভাবে উপস্থাপন করা হয়েছে সম্ভবত সেভাবে ঘটেনি। আরও ভিন্নভাবে উপস্থাপন হতে পারত। আমার মনে হয় কোনো সতীর্থের সাথে আমার গণ্ডগোল বা কোনো কিছু হয়েছে। এখনো আমরা সবাই ভালো বন্ধু।’

তিনি বলেন-

‘ড্রেসিংরুমে আপনাদের স্বাগতম। এসে দেখতে পারেন, আমরা কীভাবে চলি, মজার সময় কাটাই, মজা করি, ছোট-বড় সবাই কতটা ভালোভাবে থাকি।’

চোট ও ফর্মের সাথে এখন কিছুটা লড়াই-ই করতে হচ্ছে রিয়াদকে। তবে আগামী দিনগুলোতেও দলের আস্থার প্রতীক হয়ে থাকতে চান জাতীয় দলের অন্যতম এই কাণ্ডারি, ‘আমি আমার তরফ থেকে একশ ভাগ চেষ্টা করে যাচ্ছি। সবসময় এই কথা বলি, আজও বলছি, ইনশাআল্লাহ্‌ ভবিষ্যতেও বলব- সবার সাথে যেন ভালোভাবে থাকতে পারি এবং দলের জন্য ভালো কিছু করতে পারি।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

সাকিবের ছবি থাকায় স্টেডিয়ামে নিষিদ্ধ হল বিজ্ঞাপন

আশা জাগিয়েও পারল না বাংলাদেশ

বল করে ‘বন্ধু’ তামিমকে আউট করতে চান মুশফিক

ট্রিপল সেঞ্চুরি করতে চেয়েছিলেন মুশফিক

ভারতকে ‘১৪২’ এ আটকে দিলো বাংলাদেশ