ড্রেসিংরুমে বলেছিলাম, 'ইনশাআল্লাহ, তিন ওভার বাকি থাকতে জিতব' : রাজা
বাংলাদেশের ৩০৩ রানের বড় সংগ্রহ দেখে ঘাবড়ে যাননি জিম্বাবুয়ের ক্রিকেটাররা। অলরাউন্ডার সিকান্দার রাজা সতীর্থদের জয়ের প্রেরণা যোগান।

প্রকাশিত হয়েছে - 2022-08-06T15:44:47+06:00
আপডেট হয়েছে - 2022-08-06T15:59:28+06:00
খেলার সারসংক্ষেপ
শুক্রবার (৫ আগস্ট) জিম্বাবুয়ের কাছে সিরিজের প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে চার ব্যাটারের অর্ধশতকের ওপর ভর করে ৩০৩ রানের পুঁজি পায় টাইগাররা। এই রানকে বড় সংগ্রহ মনে হলেও হারারের ব্যাটিং সহায়ক উইকেট ও নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রেখে জিম্বাবুাইনরা জানতেন, এই লক্ষ্য তাড়া করে জয় নিয়ে মাঠ ছাড়তে পারবেন তারা৷ দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশকে পরাজয় উপহার দেওয়া জিম্বাবুয়ে অলরাউন্ডার সিকান্দার রাজার বিশ্বাস ছিল এমনই। নিজের সেই বিশ্বাস সতীর্থদের মাঝে ছড়িয়ে দিয়ে তুলে নেন ঐতিহাসিক এক জয়।
দারুণ এক সেঞ্চুরিতে দলকে ঐতিহাসিক জয় এনে দেন সিকান্দার রাজা।
জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারলেও সবার প্রত্যাশা ছিল, নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ঠিকই ঘুড়ে দাঁড়াবে টাইগাররা। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে যেমনটা দেখা গেছে আরকি। তবে সেই আশায় গুড়ে বালি! উল্টো দাপটের সাথে জয় নিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে জিম্বাবুয়ে।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের শুরুতে নিজেদের সেরাটা দিতে পারেননি বলে মনে হচ্ছে রাজার৷ তবে খুব স্বল্প সময়ের ব্যবধানে নিজেদের ভুল শুধরে নেন তারা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রাজা বলছিলেন, “আমি মনে করি, আমাদের শুরুটা খুব একটা ভালো ছিল না। আমরা একত্রিত হই এবং বলি, এটা (জয়ের জন্য) ঠিক মনোভাব নয়। যেটা ওয়ার্ম-আপের সময় কোচও বলেছিল। এবং তারপর আমাদের এনার্জি লেভেল বাড়াই এবং এই ফলাফল (জয়)।”
ওয়ানডে ফরম্যাটে তিনশ'র বেশি রান তাড়া করে জয় লাভ করা খুব একটা সহজ কাজ নয়। তবে রাজার দৃঢ় বিশ্বাস ছিল, ঘরের মাঠে ম্যাচটা তারা তিন ওভার হাতে রেখেই জিতবেন। সেই আত্মবিশ্বাস তিনি সতীর্থদের মাঝেও ছড়িয়ে দেন। রাজা জানান, “আমরা তখন (ইনিংস বিরতিতে) ড্রেসিংরুমে সবাই একত্রিত হয়েছিলাম, বিশেষ করে আমি ব্যাটারদের একত্রিত করলাম এবং বললাম, 'বন্ধুরা, ইনশাআল্লাহ আমরা তিন ওভার বাকি থাকতেই ম্যাচ জিতব।”
উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১০৯ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় ১৩৫ রান করে দলকে জিতিয়ে ম্যাচসেরার পুরস্কার পান রাজা। স্বাগতিক জিম্বাবুয়ে ৩০৩ রান তাড়া করে ইনিংসের ১০ বল ও পাঁচ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।