Scores

ড্রয়ের কথা চিন্তা করে খেলেনি বাংলাদেশ

নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে পরাজিত না হয়ে মাঠ ছাড়ার সুযোগটা আরও একবার হাতছাড়া করলো বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য প্রায় অর্ধেক কমে যাওয়ার পর ওয়েলিংটন টেস্ট ড্র করার সুবর্ণ সুযোগ ছিল। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় এবং অন্যান্য সেক্টরে ছোটখাটো ভুলে সেই সুযোগ হাতছাড়া হল আবারও।

ড্রয়ের কথা চিন্তা করে খেলেনি বাংলাদেশ

অবশ্য এমন পরাজয় এবারই প্রথম নয়। ২০০১ সালে নিউজিল্যান্ড সফরে হ্যামিল্টন টেস্টে একই কায়দায় হেরেছিল বাংলাদেশ। সেবারও ম্যাচটির দুইদিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে। এবারের মত টস হয়েছিল তৃতীয় দিনে।

Also Read - 'দুই ধরনের মানসিকতা থাকায় এই অবস্থা দাঁড়িয়েছে'


বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, দুই দিন বৃষ্টিতে নষ্ট হলেও ড্রয়ের কথা ভেবে খেলতে নামেননি তারা। আর জয় ছিনিয়ে নেওয়ার এই মানসিকতাই হয়ত বাংলাদেশের ‘কাল’ হয়ে বয়ে এনেছে পরাজয়।

রিয়াদ বলেন, ‘এই টেস্টে মিরাজকে সরিয়ে তাইজুলকে এনেছিলাম। মনে করেছিলাম আমাদের বিশেষজ্ঞ চারজন বোলার থাকা দরকার।’

চার বিশেষজ্ঞ বোলারের সাথে বিবেচনায় ছিলেন সৌম্য সরকারও। রিয়াদের ভাষ্য, ‘খণ্ডকালীন বোলার হিসেবে হ্যামিল্টনে সৌম্য ভালো করেছিল। বিশ্বাস ছিল সে পরের ম্যাচেও করতে পারবে। তবুও চিন্তা করেছিলাম বিশেষজ্ঞ চার পেসার নিয়ে খেলতে।’

ব্যাটিং নিয়ে বেশি না ভেবে বোলিংয়ে মনোযোগ দেওয়া ড্র করার মানসিকতা ছিল না বলেই- এমনটি উল্লেখ করে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে অর্ধ-শতক হাঁকানো একমাত্র ক্রিকেটার বলেন, ‘যদি ড্রয়ের চিন্তা করতাম, ব্যাটিংয়ের গভীরতা আরও বাড়াতাম। ম্যানেজমেন্ট চিন্তা করেছে চার বিশেষজ্ঞ বোলার নিয়েই খেলতে। তাইজুল এ ম্যাচেও ভালো করেছে, দুইটা উইকেট পেয়েছে।’

ড্রয়ের সুযোগ পেয়েও পরাজিত হয়ে মাঠ ছাড়ার ‘অভ্যাস’ দূর করতে হলে দলের সবার অবদান চান মাহমুদউল্লাহ রিয়াদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সবাইকে নিজেদের মতো করে চিন্তা করতে হবে যে দলে কীভাবে অবদান রাখতে পারি। এটা ভাবনার বিষয়। কথা বলে লাভ নেই। কাজে করে দেখাতে হবে। যদি করতে পারি ১৭ বছর আগের ঘটনা আর আসবে না। যদি অন্তত ইতিবাচক থাকেন তাহলে আপনার ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

কৃষ্ণাঙ্গদের পাশে দাঁড়িয়ে তোপের মুখে লুঙ্গি

সাকিবের দুই রেকর্ডে ভাগ বসালেন হোল্ডার

পর্ব ১ : ২২ গজ থেকে রাজনীতিতে গিয়েছেন যারা

আগামী দুই এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত

হোল্ডারের বোলিং তোপে গুড়িয়ে গেল ইংলিশরা