
প্রথম বাংলাদেশী হিসাবে অলিম্পিক মশালবাহী বহন করার গৌরব অর্জন করায়, নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস কে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানায় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। তার এই অসামান্য অর্জনে তাকে সম্মান জানাতেই বিসিএসএ এর এই উদ্যোগ।
ঢাকার হোটেল ওয়স্টিন এ অনুষ্ঠিত স্যোসাল ইয়ুথ বিজনেস সামিট ২০১৬ এ এই শুভেচ্ছা জানানো হয় সে সময় তার হাতে ছিল অলিম্পিক মশাল টি।
তিনি তার অলিম্পিক মশাল এর অভিজ্ঞতার কথা বলেন এবং তিনি জানান অলিম্পিক এর উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার এর সাথে তার স্যোসাল বিজনেস আইডিয়া নিয়ে কথা হয় এবং তিনি এতে আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশের ক্রিকেট সাপোর্টারদের পক্ষ থেকে বিসিএসএ, অলিম্পিক মশাল ও তার ছবি সম্বলিত একটি ইলাস্ট্রেশন উপহার দেয়।
উল্লেখ্য গত ৮ আগষ্ট, ব্রাজিলের রিও ডি জেনিরোতে অলিম্পিক মশাল বহন করেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস । প্রজ্বলিত মশাল হাতে নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়ানো বিপুল জনতার তুমুল করতালি ও হর্ষধ্বনির মধ্য দিয়ে ২০০ মিটার হেঁটে যান তিনি। তিনি অলিম্পিকের সব কর্মসূচিতে একটি সামাজিক মাত্রা যোগ করার জন্য প্রচারণা চালিয়ে আসছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির গতকালের বার্ষিক সাধারণ সভায় তাঁর ভাষণের মূল বক্তব্যও ছিল এটাই।