Scores

ঢাকার দাবি, তারাই ‘আন্ডারডগ’

ষষ্ঠ বিপিএলের এলিমিনেটর ম্যাচে সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস। এই ম্যাচকে সামনে রেখে ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজনের দাবি, ম্যাচে আন্ডারডগ হিসেবেই খেলতে নামবে তার দল।

ঢাকার দাবি, তারাই ‘আন্ডারডগ’

রবিবার (৩ ফেব্রুয়ারি) হাই ভোল্টেজ এই ম্যাচ সম্পর্কে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে সুজন জানান, বিশেষ কয়েকজন ক্রিকেটারের কারণে এই ম্যাচে সুবিধাজনক অবস্থানে থাকতে পারে চিটাগং ভাইকিংস। দলটির আইকন ক্রিকেটার ও অধিনায়ক মুশফিকুর রহিমের প্রশংসা করে ঢাকার কোচ বলেন, একজন অধিনায়কের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণমুশফিক সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেদারুণ কিছু ইনিংস খেলেছে, টুর্নামেন্টে দারুণ ফর্মে আছে

এছাড়া ওদের বেশ কিছু ক্রিকেটারও আছে দারুণ খেলছেডেলপোর্ট শেষ ম্যাচে ভালো করেছেপাশাপাশি ওদের বোলাররাও অদম্য অবস্থায় আছে– বলেন সুজন।

Also Read - ঢাকাকে বড় দল মানলেও ভয় পাচ্ছে না ভাইকিংস


চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা রবি ফ্রাইলিঙ্ক তো আছেনই, খালেদ মাহমুদের ভয় চিটাগং ভাইকিংসের বোলিং ইউনিট নিয়েও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাহী ও খালেদ ওরা অনেক ভালো বোলিং করছেনতুন হার্দুসও বেশ ভালো বোলাররবি ফ্রাইলিঙ্ক খেলতে পারবে কিনা আমি জানি না তবে সে দারুণ একজন ম্যাচ উইনার

আর এই কারণে চিটাগংকে ছোট করে দেখছে না ঢাকা। বরং নিজেদেরই ভাবছে আন্ডারডগ, ফেভারিট মানছে প্রতিপক্ষ চিটাগং ভাইকিংসকেই। ম্যাচ জেতানো পারফর্মার দলটির আছে- এমনটি আখ্যা দিয়ে সুজনের ভাষ্য, সুতরাং এই প্রতিযোগিতাতে তারা বেশ ভালো একটি দলম্যাচ জিততে হলে দুই-একটি পারফরম্যান্স লাগে আসলেতেমন পারফর্মার ওদের আছে

আর নিজেদের আন্ডারডগ ভাবার ক্ষেত্রে সুজন সামনে নিয়ে আসছেন লিগ পর্বের দুই দেখায় চিটাগংয়ের কাছে ঢাকার পরাজয়ের বিষয়টি।

ওদেরকে ছোট করে নেয়ার কিছু নেইযেহেতু ওদের কাছে আমরা দুই বার হেরেছি সুতরাং অবশ্যই আমরা আন্ডারডগআন্ডারডগ হয়েই আমরা খেলতে নামবো সামনের ম্যাচে– বলেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সাব্বিরের লেগ স্পিনে অনেক সহায়তা করেন সুজন

সুজনের জন্মদিনে আইসিসির শুভেচ্ছা

যুবাদের নিয়ে ক্যাম্প শুরু করার ভাবনা বিসিবির

সুজন স্যার বলতেন, তুই-ই ম্যাচ জিতাবি : শান্ত

ছোটবেলা থেকে সুজন ভাইয়ের স্টাইলে বল করতাম : সৌম্য