
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২ আসরে মিনিস্টার ঢাকার প্রথম ম্যাচে অনিশ্চিত ডানহাতি পেসার মাশরাফি বিন মুর্তজা। মিনিস্টার ঢাকার ফিজিও জানিয়েছেন মাশরাফিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না দলটি।
২১ জানুয়ারি সন্ধ্যায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে মিনিস্টার ঢাকা। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। চোটের জন্য এই ম্যাচে অনিশ্চিত ঢাকার পেসার মাশরাফি মুর্তজার খেলা।
মিনিস্টার ঢাকার ফিজিও এনামুল হক জানান, “হাতে এখনো দুটি দিন আছে। উনার ব্যথা যদি কমে তাহলে ইতিবাচক পথে এগুনো হবে। তবে ব্যথা না কমলে অন্তত প্রথম ম্যাচে তাকে নিয়ে কোন ঝুঁকি নেওয়া হবে না।”
মঙ্গলবার অনুশীলনে দেখা গিয়েছে মাশরাফিকে। শুরুতে ছোট রানআপ নিয়ে বোলিং করেন তিনি। এরপর বড় রানআপে বোলিং করতে গিয়ে পিঠে আগের ব্যথা অনুভব করেন তিনি। আগের পিঠের ব্যথার সাথে এবার হ্যামস্ট্রিংয়ের চোটও যোগ হয়েছে বলে জানা গিয়েছে।
দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে মাশরাফি। সর্বশেষ ম্যাচ খেলেছেন এক বছরেরও বেশি সময় আগে। ২০২০ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-২০ কাপে খেলেছিলেন তিনি। ঐ টুর্নামেন্টে চার ম্যাচে সাত উইকেট শিকার করেছিলেন মাশরাফি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।