ঢাকার মাঠে ছয় বলে ছয় ছক্কা হাঁকালেন সবুজ
দ্বিতীয়বারের মত ঢাকার ক্রিকেটে এমন ঘটনা দেখা গেল।

ঢাকার মাঠে ছয় বলে ছয় ছক্কা হাঁকালেন সবুজ
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-10-17T14:48:02+06:00
আপডেট হয়েছে - 2023-10-17T15:54:11+06:00
ঢাকার মাঠে ছয় বলে ছয় ছক্কা বেশ বিরল একটি ঘটনা। প্রথমবার ২০০৯ সালে ছয় বলে ছয় ছক্কা হাঁকাতে দেখা গিয়েছিল ঢাকার ক্রিকেটে। ১৪ বছর পর ২০২৩ সালে এসে দ্বিতীয়বারের মত ঘটল এই ঘটনা। [এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল ]
সবুজ আলী।
১৬ অক্টোবর ঢাকার তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে ঘটেছে এমন ঘটনা। মুখোমুখি হয়েছিল নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি এবং ধানমন্ডি ক্রিকেট ক্লাব। ধানমন্ডির ব্যাটিং ইনিংসের ৪৯ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বোর্ডে ওঠে ২৪০ রান। সেখান থেকে শেষ ওভারে ৩৭ রান যোগ করেন ধানমন্ডির ক্রিকেটার সবুজ আলী। নারায়নগঞ্জের বোলার ইয়াসিন আরাফাতের করা শেষ ওভারে ৬ বলে ৬টি ছক্কা মেরে এই কীর্তি গড়েন সবুজ।
আজ মিরপুরের সিটি ক্লাব মাঠে ছয় বলে ছয় ছক্কা হাঁকান সবুজ। শেষ ওভারে বোলিংয়ে আসা ইয়াসিন আরাফাত অবশ্য প্রথম বলে উইকেট নেন। ১১ বলে ২২ রানের ইনিংস খেলে এ কে শাকিল কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফিরে যান। শাকিলের বিদায়ের ফলে ক্রিজে আসেন সবুজ। এরপর চার বলে টানা চারটি ছক্কা হাঁকান সবুজ। পরের বলটি হয় নো বল। যার ফলে একটি অতিরিক্ত বল পান তিনি। সুযোগ আসে ছয় বলে ছয় ছক্কা মারার। নো বলেও ছক্কা মারেন সবুজ। এরপর ফ্রি হিটেও ছক্কা মেরে পূর্ণ করেন এক ওভারে ছয় ছক্কা।
সবুজের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে ইনিংসের শেষ ওভার থেকে ৩৭ রান তুলে ফেলে ধানমন্ডি। ৭ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলে শেষ হয় ধানমন্ডির ইনিংস। জবাব দিতে নেমে ৮ উইকেটে হারিয়ে ২১০ রানের মাথায় থামে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি। ছয় ছক্কা মারা সবুজ বল হাতেও ভালো করেছেন। ৪৫ রান খরচায় ২ উইকেট শিকার করেন তিনি। ম্যাচসেরা অবশ্য হয়েছেন ধানমন্ডির হয়ে ১০২ রান করা আবু তাইহান।
এর আগে ২০০৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগে মার্শাল আইয়ুবের বলে ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন নাঈম ইসলাম।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।