
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শুরু হইছে ৪ নভেম্বর থেকে। এদিকে আজ বাংলাদেশে পা রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস।
Advertisment
ওয়েস্ট ইন্ডিজের এই তারকা এবারের আসরে খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। আগের আসরেও চ্যাম্পিয়ন কুমিল্লা দলের সদস্য ছিলেন স্যামুয়েলস। ওয়েস্ট ইন্ডিজের দুইবার শিরোপা জয়ী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা স্যামুয়েলস আজ ঢাকায় এসে পৌঁছেছেন। এদিকে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকা ডায়নামাইটসের সাথে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭ টায়। এই ম্যাচে কুমিল্লার হয়ে মাঠে নামতে পারেন স্যামুয়েলস।
এ পর্যন্ত ১৩২ টি প্রথম শ্রেণির টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন স্যামুয়েলস। যার মাঝে ১৩০ ইনিংসে ব্যাট করে প্রায় ৩২ গড়ে ৩২৫১ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ১০৬।