
রোববার থেকে শুরু হওয়া ঢাকা টেস্টে অস্ট্রেলীয় ক্রিকেটার নাথান লায়নের সামনে হাতছানি দিচ্ছে দারুণ এক রেকর্ড। আর মাত্র দুটি উইকেট শিকার করলেই অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের গৌরবময় ইতিহাসের দ্বিতীয় সেরা স্পিনার বনে যাবেন তিনি।
ঢাকা টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারির আসনে আছেন কিংবদন্তী রিচি বেনো, যিনি ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছিলেন ১৯৬৪ সালে। এদিকে লায়নের শিকার করা উইকেট সংখ্যা এখন ২৪৭। অর্থাৎ, ঢাকা টেস্টে একটি উইকেট পেলেই লায়ন স্পর্শ করবেন দুই বছর আগে পরপারে পাড়ি জমানো বেনোকে, দুটি পেলে ছাড়িয়েই যাবেন।
অবশ্য দ্বিতীয় স্থানে উঠে গেলেও প্রথম স্থান লাভের জন্য লায়নকে চলতে হবে আরও বহুদূরের পথ। ৭০৮ উইকেট শিকার করে বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্ন যে রীতিমতো ধরাছোঁয়ার বাইরে! অবশ্য ৬৭টি টেস্ট ম্যাচের ক্যারিয়ারে ২৯ বছর বয়সী লায়ন যে চমক দেখাচ্ছেন, তাতে ওয়ার্নকে ছুঁতে না পারলেও তার ধারেকাছে পৌঁছাবেন- এটি বলা যায় অনেকটা নিশ্চিতভাবেই।
রেকর্ডের নিঃশ্বাসছোঁয়া দুরত্বে থাকা লায়ন ঢাকা টেস্টে হয়ে উঠতে পারেন বাংলাদেশের দুঃস্বপ্নের কারণ। অজিরা স্পিনে নাজুক বলে বাংলাদেশ স্পিন-বান্ধব উইকেট বানালে সেই ফাঁদে স্মিথ-ওয়ার্নাররা পা দিন বা নাই দিন, লায়নের কারসাজীতে স্বাগতিক দলই ধরা পড়ে যেতে পারে!
- সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম