Scores

ঢাকা টেস্ট ভুলতে পারবেন না পাপন!

ঢাকা টেস্টে নিজেদের ইতিহাসের প্রথম ইনিংস ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে এই জয়ের মর্যাদা এতই বেশি যে, এই টেস্ট ভুলতেই পারবেন না তিনি।

নাজমুল হাসা্ন পাপন
নাজমুল হাসান পাপন। ফাইল ছবি

রবিবার ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে এমনটা জানান তিনি নিজেই।

পাপন বলেন, ‘এই টেস্টে মনে রাখার মতো জয় পেয়েছে বাংলাদেশভাবতে পারিনি এত সহজে আমরা জিতবোআমাদের ব্যাটসম্যানরা প্রত্যেকে রান করেছেএই প্রথম আমরা কোনও দলকে ইনিংস ব্যবধানে হারালামএই জয় ভুলা যাবে না।’

টেস্টে উইন্ডিজকে দল হেসেখেলে হারালেও ওয়ানডে সিরিজ এত একপেশে হবে না বলে অভিমত পাপনের। উইন্ডিজকে শক্তিশালী দল আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ওয়ানডেতে উইন্ডিজ শক্তিশালী দলতবে ওয়ানডেতে আমাদের সাম্প্রতিক পারফরম্যান্স ভালোআশা করি, ৫০ ওভারের ক্রিকেটেও আমরা ভালো করবো ওয়ানডেতে সব কিছু একপেশে হবে কি না তা বলা কঠিনকারণ তখন উইকেট অন্য রকম হবেআরো স্পোর্টিং হবেআমার মনে হয় দলের ফর্ম যেমন তাতে আমাদের হারার কোনো কারণ দেখি নাকিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলাআর উইন্ডিজেরও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে।’

Also Read - ইমার্জিং কাপ: পাকিস্তানে বাংলাদেশের সাথে যাবে নিরাপত্তা দলও


বাংলাদেশের মাটিতে উইন্ডিজের এই দুর্দশা স্বাভাবিকভাবেই দেখছেন বোর্ড সভাপতি। তার মতে, নিজেদের দেশের বাইরে সব দেশই নাজুক অবস্থায় থাকে। তার ভাষ্য, ‘আসলে আপনারা যদি বিশ্ব ক্রিকেট দেখেন, দেখবেন বিদেশে খেলতে গিয়ে সবারই সমস্যা হচ্ছেআমাদেরও হয়েছিলসবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, উইন্ডিজ শক্তিশালী দলতারা আমাদের এখানে আসার আগে ভারতে খেলে এসেছেভালো ভালো স্পিনারদের খেলে তাদের একটা অভিজ্ঞতা হয়েছে।’

টেস্ট সিরিজে ব্যাটসম্যানদের ব্যাটে রান দেখে স্বস্তিও ঝরল তার কণ্ঠে। একইসাথে উচ্ছ্বাস জাগাচ্ছে ইনিংস ব্যবধানে পাওয়া প্রথম জয়। বোর্ড সবাপতি বলেন, ‘আমাদের ব্যাটসম্যানদের দেখেন, এখানে সকলেই রান করেছে, ডাবল ফিগারে এসেছেএতো বছর খেলার পর এই প্রথম আমরা কোনো দলকে ইনিংস ব্যবধানে হারালাম, সত্যিই এটা মনে রাখার মতো।’

আরও পড়ুন: বয়স হয়ে যাচ্ছে সাকিবের

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

দেশের বাইরের টেস্টে মিরাজের লক্ষ্য ‘রান আটকানো’

প্যারাসুট থেকে নেমে কোহলি-মুমিনুলের হাতে তুলে দেওয়া হবে বল

সবচেয়ে কম ম্যাচে ডাবল সেঞ্চুরি হয় বাংলাদেশের বিপক্ষে

বাংলাদেশের জার্সিতে নেই টেস্ট চ্যাম্পিয়নশিপের লোগো!

বাংলাদেশের ‘সাহসী’ সিদ্ধান্তে অবাক অশ্বিন