Scores

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবায় মাশরাফির অনুদান

করোনাভাইরাসে সৃষ্ট সংকটপূর্ণ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের সাক্ষী ব্রেসলেট নিলামে বিক্রির অর্থ থেকে ১ লাখ টাকা তিনি অনুদান হিসেবে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় গঠিত তহবিলে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবায় মাশরাফির অনুদান

জাতীয় দলের সাবেক অধিনায়ক তার দীর্ঘদিন ব্যবহৃত ব্রেসলেট নিলামে তুলেছিলেন। সেই ব্রেসলেট বিক্রি হয় ৪০ লাখ টাকায়। এই অর্থ পুরোটাই তুলে দেওয়া হয় মাশরাফির গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে।

Also Read - সেদিন নাফিসকে ‘ভুলভাবে উপস্থাপন’ করেছিল ব্রিটিশ মিডিয়া


তবে এই টাকা শুধু নড়াইলেই নয়, নড়াইলের বাইরেও কাজে লাগাচ্ছেন মাশরাফি। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবার কাজে ব্যবহারের জন্য দিচ্ছেন ১ লাখ টাকা।

বুধবার (২৭ মে) নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ‘শিক্ষার্থী সহায়তা’ তহবিলে এই অনুদান তুলে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ডাকসু এই অর্থ ব্যয় করবে।


ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামেরর কাছে মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লাখ টাকার চেক প্রদান করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনেরর প্রতিনিধি সৈয়দ সুলতান আবেদিন। এই সময়ে উপস্থিত ছিলেন ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই একের পর এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে চলেছেন মাশরাফি। নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে নিজ জেলা নড়াইলে করোনা মোকাবেলায় দিনরাত কাজ করে চলেছেন। ব্যক্তি উদ্যোগের নানাবিধ পদক্ষেপ নেওয়া মাশরাফি তহবিল গঠনের জন্য নিলামে তুলেছিলেন তার দীর্ঘদিন ব্যবহৃত ব্রেসলেট।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভারতীয় ক্রিকেটেও আঘাত হানল করোনা

করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন, আরোগ্য কামনায় ক্রিকেটাররা

রবিবার করোনা পরীক্ষা করাবেন মাশরাফি

ভিন্ন ভূমিকায় খুলছে ইডেন

তামিম-আকবরদের জন্য মনোবিদের ভাবনা বিসিবির