SCORE

তবুও আশাবাদী মুমিনুল

 

দেশের অবিসংবাদিত সেরা টেস্ট খেলুড়ে বলা হয় তাকে। আবির্ভাবেই কাঁপিয়ে দিয়েছিলেন বিশ্বকে, তার ছোঁয়ায় পাল্টে গিয়েছিল বাংলাদেশ টেস্ট দলের চেহারাও। অথচ সেই মুমিনুল হকই নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের জন্য ঘোষিত দলে।

Also Read - টিম ম্যানেজমেন্ট মুমিনুলের সাথে অবিচার করেছে: বুলবুল

তবে দলে জায়গা না পেলেও হতাশ নন মুমিনুল। বরং নতুন আশায় আরও পরিশ্রমী হওয়ার উদ্যম তার কণ্ঠে। দল ঘোষণা পর অনলাইন পোর্টাল জাগোনিউজ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে আবারও জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার প্রত্যাশা করেন তিনি।

মুমিনুল বলেন, ‘আমি হতাশ নই। বাদ পড়াটাকে নেতিবাচক দৃষ্টিতে দেখতে চাই না। আমি বাদ পড়া নিয়ে ভেবেছি। তাতে যে খুব হতাশ হয়েছি, তা নয়। হ্যাঁ- দলে না থাকায় খারাপ লাগছে। তাই বলে হতাশায় মুষড়ে পড়িনি। বরং বাদ পড়াটাকে অন্যভাবে দেখার চেষ্টা করছি। তাতে একটা নতুন বোধোদয় হয়েছে।’

সাম্প্রতিক সময়ে ফর্ম পক্ষে ছিল না ধরে নিয়ে মুমিনুল মনে করছেন, ক্যারিয়ারের ‘স্বাভাবিক’ দুঃসময় যাচ্ছে তার। তিনি বলেন, ‘আমার মনে হয় নিকট অতীত ও সাম্প্রতিক সময়টা আমার খুব একটা ভালো যায়নি। তবে সেটাও অস্বাভাবিক না। এটা অনেকেরই যায়। ক্যারিয়ারে কখনো কখনো এমন সময় আসে, যখন ফর্ম ও পারফরমেন্স একটু খারাপ হয়। ছন্দপতন ঘটে। আমারও হয়ত তেমন হয়েছিল।’

দলে আবারও জায়গা পেয়ে ফর্মে ফিরতে মরিয়া মুমিনুল জানালেন, পরিশ্রমের পরিমাণ আরও বাড়াতে হবে তাকে, ‘মনে হয় আমাকে আরও বেশি ভালো খেলতে হবে। আমাকে বর্তমানের চেয়ে দ্বিগুণ পরিশ্রম করতে হবে। এখন যা পরিশ্রম করি, তার চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হবে। সে সাথে পারফরমেন্সের গ্রাফটাও আরও উঁচুতে টেনে তুলতে হবে। আমি জান-প্রাণ দিয়ে চেষ্টা করবো আবার সেরাটা উপহার দিতে।’

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

নীরবেই দ্বিতীয় ইনিংস শুরু করলেন স্মিথ

অস্ট্রেলীয়দের নিয়ে মঈন আলীর ক্ষোভ

ব্যানক্রফটের নতুন ‘ঘর’

পাপন কিংবা সাকিব নন, তারিখ জানাবেন হোয়ে

ইংল্যান্ডের সর্বকালের সেরা একাদশ ঘোষণা