Scores

তবুও দুশ্চিন্তা নেই নিক পোথাসের!

টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের ক্ষত শুকানোর আগেই ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম্যাচে হার। সামনে সীমিত ওভারের দুইটি সিরিজ, তার আগে সফরকারী হিসেবে দলটির মনোবল ভাঙা হওয়ারই কথা! অথচ উইন্ডিজ কোচ নিক পোথাসের দাবি, ওয়ানডে সিরিজকে সামনে রেখে কোনো দুশ্চিন্তা নেই তার!

তবুও দুশ্চিন্তা নেই নিক পোথাসের!

সংবাদমাধ্যমের সাথে আলাপকালে ইঙ্গিতে বাংলাদেশকেই ফেভারিট মেনেছেন পোথাস। তবে প্রস্তুতি ম্যাচের হারের পরপরই এতটা নির্ভার কোনো কোচ থাকার কথা নয়। সফরকারী দলের অন্তর্বর্তীকালীন কোচ কোনো মাইন্ড গেমের অংশ হিসেবেই এতটা নির্ভার আচরণ করলেন কি না, এমন প্রশ্ন উঠতেই পারে।

দলের দুঃসময়ে দুশ্চিন্তার কিছু নেই জানিয়ে পোথাস বলেন, ‘এ নিয়ে চিন্তার কিছু নেইপ্রস্তুতি ম্যাচে আমরা কিছু জিনিস চেষ্টা করেছিপ্রস্তুতি ম্যাচ খেলাই হয় এ কারণে।’

Also Read - নিউজিল্যান্ডের ইতিহাস গড়া জয়ে র‍্যাঙ্কিংয়ে অবনমন পাকিস্তানের


তার মতে, ওয়ানডে দলের ক্রিকেটাররা নিজেকে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি ম্যাচকে কাজে লাগিয়েছেন। আর এ কারণে ভালো খেলেও পকেটে পুড়া যায়নি জয়। তিনি বলেন, ‘ওয়ানডের কিছু খেলোয়াড় এখানে এলই কিছুদিন আগেজড়তা কাটিয়ে ওঠার দরকার ছিল তাদেরকিছু জিনিস চেষ্টা করেছি আমরাএটা আপনি বারবার করতে পারবেন নাএখন একটা দল হিসেবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

টেস্ট সিরিজের হারকে উইন্ডিজের গায়ের ‘দগদগে ক্ষত’ বললে ভুল হবে না। বিশেষ করে শেষ ম্যাচে তো কোনো প্রতিরোধই গড়তে পারেনি দলটি। তবে সেই ক্ষত আড়াল করেই কিনা ক্যারিবীয় দলের কোচ জানালেন সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়, ‘টেস্ট সিরিজ শেষ, আমাদের ওটা পেছনে ফেলেই এগিয়ে যেতে হবেওয়ানডেতে আমরা আরও অনেক বেশি উন্নতির কথা ভাবছি।’

তবে দীর্ঘদিন ধরে সীমিত ওভারের ক্রিকেট না খেলাটাও রয়েছে ভালো করার পথে শঙ্কার বিষয় হয়ে। তবুও পোথাস বেশ আশাবাদী। তার ভাষ্য, ‘সাদা বলে বহুদিন ধরে আমরা ভালো খেলছি নাওয়ানডেতে ভালো করে আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে।’

আরও পড়ুন: কর্পোরেট টি২০তে জিতলো টেক্স স্টাইল বিডি ও বাংলাদেশ মেডিকেল কলেজ

Related Articles

পরিত্যক্ত উইন্ডিজ-ভারত প্রথম ওয়ানডে

সব ম্যাচ হেরে বিশ্বকাপ শেষ করলো আফগানরা

আফগানিস্তানের ম্যাচে পুলিশ মোতায়েন!

শাস্তি পেল শ্রীলঙ্কা ও উইন্ডিজ

পুরানের শতকের পরও পারল না ক্যারিবীয়রা