Scores

তরুণদের ‘সামাজিক যোগাযোগমাধ্যম’ ব্যবহারের সমালোচনায় যুবরাজ

ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিং ভয়ডরহীন ক্রিকেট খেলার সুবাদে সুনাম কুড়িয়েছিলেন। ব্যাটের মতো তার মুখের কথাও চলে ভয়ডরহীনভাবে৷ বর্তমানের তরুণ ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নেতিবাচক দিক নিয়ে প্রকাশ্যেই সমালোচনা করলেন তিনি।

আমার কোনো গডফাদার ছিল না যুবরাজ

করোনাভাইরাসের প্রকোপে লকডাউন হয়ে পড়া এই বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশি সময় কাটছে মানুষের। ক্রিকেটাররা বিভিন্ন অনুষ্ঠান ও আড্ডায় উপস্থিত হচ্ছেন প্রযুক্তির এই কল্যাণেই। রবিবার (২৬ এপ্রিল) রাতে ইনস্টাগ্রাম এক সরাসরি ভিডিওতে জাসপ্রীত বুমরাহের সাথে আড্ডা ও আলোচনা করছিলেন যুবরাজ৷ তখনই তরুণ ক্রিকেটারদের এই স্বভাব নিয়ে সমালোচনা করেন এই সাবেক অলরাউন্ডার।

Also Read - হারিয়ে ফেলা বিশ্বকাপের মেডেল খুঁজে পেয়েছেন আর্চার!


যুবরাজের ভাষ্যমতে, ক্রিকেট মাঠ ও ব্যক্তিগত জীবনে ভদ্রসভ্য এক ক্রিকেটারও যেন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রূপ বদলে ফেলেন- এমনটিই লক্ষ্য করেছেন তিনি৷ যুবরাজ সরাসরিই বলেন, সে সময় এসব তরুণেরা নিজেদেরকে বিরাট কিছু মনে করেন।

‘তারা আসলে যা নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে যেন তাই বনে যায়। আমি এমন ক্রিকেটার দেখেছি যারা অনেক নম্র কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে যেন তাদের অন্য রূপ দেখি,’ বলেন যুবরাজ।

১৯ বছর ধরে জাতীয় দলে খেলা এই সাবেক অলরাউন্ডারের কথার জবাবে ২৬ বছর বয়সী বুমরাহ বলেন, ‘আমি দেখেছি, অনেক তরুণ ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নিজেদের মতো করে বৈধতা চায়। মানুষ ভালো বলে আবার খারাপ বলে৷ মানুষের মতামত আপনার উপলব্ধি ক্ষমতা পরিবর্তন করতে পারে না। আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে।’

যুবরাজ আরও বলেন, বর্তমানে ক্রিকেটাররা যতটা সুবিধা পান ও এখন যেভাবে তথ্য চালাচালি হয় তাদের সময়ে এসব সুযোগসুবিধা ছিল না।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মরিয়া মালিক

আবিদের অপরাজিত দ্বিশতকের পর কোণঠাসা জিম্বাবুয়ে

করোনায় আক্রান্ত হলেন সাকিবের আরেক সতীর্থ

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বায়োবাবল মোটেও সম্ভব নয় : শোয়েব

নিজ দেশের ভ্যাকসিন নেবেন না কোহলিরা