Scores

তরুণ মুখেই ভরসা খুঁজছে জিম্বাবুয়ে

সদ্য সমাপ্ত ত্রিদেশীয় টি-২০ সিরিজে পারফরম্যান্স মোটেও ভালো ছিল না। দলের অন্তঃকলহে বাদ পড়েছেন বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার, যাদের ছাড়া একটা সময় জিম্বাবুয়ে দল কল্পনাও করা যেত না। টি-২০ ফরম্যাটের সিরিজে ইনজুরি বাঁধিয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছে সলোমন মিরে কিংবা কাইল জার্ভিসের মত পরীক্ষিত ক্রিকেটারদের।

জিম্বাবুয়ের-ক্রিকেট-বাঁচাতে-পদক্ষেপ-নিচ্ছে-আইসিসি

এমন পরিস্থিতিতে জিম্বাবুয়ে ভরসা খুঁজে নিচ্ছে তরুণ ক্রিকেটারদের কাছেই। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য বুধবার দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। তাতে প্রাধান্য পাচ্ছেন তরুণ ক্রিকেটাররাই।

Also Read - সানজামুল-মুস্তাফিজে স্বস্তিতে বাংলাদেশ 'এ' দল


জার্ভিস ওয়ানডে সিরিজে থাকতে পারছেন না, এটি জানা ছিল আগেই। প্রত্যাশা ছিল মিরের ফিরে আসার। তবে দল ঘোষণার পাশাপাশি জিম্বাবুয়ে ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলার মত ফিটনেস নেই মিরের। আর তাই গুরুত্বপূর্ণ এই সিরিজে তিনি থাকছেন দর্শক হয়েই- এমনটাই জানিয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেট দলের ফিজিও আনেসু মুপতারিঙ্গা।

এদিকে ১৬ সদস্যের দলে একেবারেই নতুন মুখ হিসেবে রয়েছেন তিন ক্রিকেটার। এরা হলেন- লিয়াম রোচ, রায়ান মুরে ও তিনাশে কামুনহুকামওয়ে। এর আগে রায়ান মুরে একবার ডাক পেয়েছিলেন ওয়ানডে দলে। তবে এখনও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তার। বাকি দুই ক্রিকেটার রোচ ও কামুনহুকামওয়ে এবারই প্রথম ডাক পেলেন জাতীয় দলে। তবে ঘরোয়া ক্রিকেট এবং বয়সভিত্তিকে দুজনই রেখেছেন প্রতিভার স্বাক্ষর। তাই দুজনকে নিয়ে আশাবাদী হতেই পারে জিম্বাবুয়ে ক্রিকেট।

উল্লেখ্য, আগামী ১৭ জুলাই থেকে শুরু হবে স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ। সম্প্রতি জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া-পাকিস্তান ত্রিদেশীয় টি-২০ সিরিজে সবচেয়ে সফল দল ছিল পাকিস্তান, যারা জিতেছে শিরোপাও। তাই সিরিজের ব্যর্থতম দল জিম্বাবুয়ের জন্য আসন্ন ওয়ানডে সিরিজটি সহজ হবে না মোটেও।

একনজরে ঘোষিত স্কোয়াড-

হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, টেন্ডাই চাতারা, চামু চিবাবা, এলটন চিগুম্বুরা, টেন্ডাই চেসোরো, তিনাশে কামুনহুকামওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, পিটার মুর, রায়ান মুরে, তারিসাই মুসাকান্দা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নাগারাভা, লিয়াম রোচ, ডোনাল্ড তিরিপানো ও ম্যালকম ওয়ালার।

আরও পড়ুন: ওয়ালশের অভিজ্ঞতা কাজে লাগাবেন পেসাররা

Related Articles

একদিনের ক্রিকেটকে বিদায় বললেন কেভিন ও’ব্রায়েন

টেস্ট ক্রিকেট ইতিহাসে দুই ফাইনাল, একটি বাংলাদেশে

‘৩২’ বছরেই ক্রিকেটকে বিদায় বললেন জার্ভিস

ফাইনালের একাদশ ঘোষণা করল ভারত

বিপিএলের চোটে শঙ্কায় স্মিথের বিশ্বকাপ স্বপ্ন