Scores

তাইজুল-মিরাজের কথা মনে করিয়ে দিলেন ধনঞ্জয়া

আকিলা ধনঞ্জয়ার বোলিং তোপে গল টেস্টে ভালো শুরু করতে পারেনি নিউজিল্যান্ড। লঙ্কান অফ স্পিনারের ঘূর্ণির সামনে অসহায় কিউই ব্যাটিং লাইনআপ গুটিয়ে গেছে ২৪৯ রানে।

তাইজুল-মিরাজের কথা স্মরণ করালেন ধনঞ্জয়া

এর জবাবে শ্রীলঙ্কাও যে খুব ভালো করছে তাও নয়। তবে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরাও কম ধুঁকেননি। তাদের গলদঘর্ম হওয়া ইনিংসে মূল কাজটি করে রেখেছিলেন ধনঞ্জয়া। তিনি একাই শিকার করেন পাঁচটি উইকেট।

Also Read - ২০২৩ বিশ্বকাপে জায়গা পেতে বাংলাদেশকে খেলতে হবে ৮টি সিরিজ


ম্যাচের প্রথম দিন খেল দেখিয়েছে বৃষ্টি, সাথে ধনঞ্জয়ার স্পিন। প্রথম দিনে পতন ঘটা ৫ উইকেটের সবগুলোর শিকারিই ছিলেন তিনি। দ্বিতীয় দিন উইকেট না পেলেও কীর্তি গড়েছেন প্রথম দিনেই। ২০১৮ সালের পর টেস্টে চারবার ইনিংসে ৫ উইকেট শিকার করা তৃতীয় বোলার বনে গেছেন ধনঞ্জয়া।

গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ৬টি টেস্ট খেলে ধনঞ্জয়া ৪টি ইনিংসে ৫ বা তার বেশি সংখ্যক উইকেট শিকার করেছেন। বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম মেহেদী হাসান মিরাজও ৪ বার করে ইনিংসে ন্যুনতম ৫ উইকেট শিকার করেছেন, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত।


তাইজুল অবশ্য এক মাসের মধ্যেই ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন ৪ বার। সর্বশেষ নভেম্বরে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসেই ৫টি উইকেটের দেখা পান। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসেও পান ৫ উইকেট। কদিন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট।

মিরাজ গত বছরের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে একবার করে ইনিংসে ৫ উইকেটের দেখা পান। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচেই শিকার করেন ৭টি ও ৫টি উইকেট।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

দুই ধনঞ্জয়ার তুলনায় লঙ্কান নির্বাচকের অদ্ভুত যুক্তি

নিষিদ্ধ হল আকিলা ধনঞ্জয়ার বোলিং

অ্যাকশন পরীক্ষা দিতে দলের বাইরে আকিলা ধনঞ্জয়া

আকিলা ধনঞ্জয়ার বিরুদ্ধে অবৈধ অ্যাকশনের অভিযোগ

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে লঙ্কানদের সান্ত্বনার জয়