Scores

তাই বলে অজিদের এভাবে অপমান!

ক্রিকেট বিশ্বে পরাশক্তির সংখ্যা বাড়ছে। একইসাথে বাড়ছে দলগুলোর ‘খোঁচাখুঁচি’। ছোটখাটো ইস্যু পেলে এখন দলগুলোর সমর্থকরা তো বটেই, ঠাট্টা শুরু করেন সাবেক-বর্তমান ক্রিকেটাররাও।

তাই বলে অজিদের এভাবে অপমান!

এবার সেই পথে হাঁটলেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ।

কয়েকদিন আগেই ভারত জাতীয় দল অস্ট্রেলিয়া সফর করে এসেছে। এবার অস্ট্রেলিয়া জাতীয় দল আসছে ভারত সফরে। অস্ট্রেলিয়া সফরে থাকা ভারতকে নিয়ে স্বাগতিকরা কম ঠাট্টা করেনি। ভারতই বা বসে থাকবে কেন! সুযোগ বুঝে দেশটির একটি টেলিভিশন চ্যানেল কাজে লাগিয়েছে শেবাগকে। তার কোলে থাকা ছোট শিশুকে রূপক অর্থে দেখানো হয়েছে অস্ট্রেলিয়ার ভূমিকায়, যে কিনা শেবাগের কোলে হিসুও করে দেয়!

Also Read - ৬ দিন পেছালো ডিপিএলের দলবদল


সম্প্রতি এমন একটি বিজ্ঞাপন প্রদর্শিত হলে রীতিমত হইচই পড়ে যায়। অস্ট্রেলিয়ার জার্সি পরা অনেকগুলো শিশুকে শেবাগ আদুরে ডাকে সম্বোধন করছেন- এমন দৃশ্যেই বিজ্ঞাপনের শুরু। এরপর দুটি শিশুকে কোলে নিয়ে শেবাগ তুলে ধরেন বিজ্ঞাপনের মর্ম। অস্ট্রেলিয়া সফরকালে ভারতীয় ক্রিকেটার রিশাভ পান্টকে ‘বেবিসিটার’ বলে সম্বোধন করেছিলেন টিম পেইন। ঐ ঠাট্টা নিয়েও আলোচনা কম হয়নি। শেবাগ ঐ ব্যাপারটি উল্লেখ করে বলেন, আমরা যখন অস্ট্রেলিয়া গিয়েছিলাম, তখন ওরা জিজ্ঞেস করেছিল বেবি সিটিং করবে? আমরা বলেছিলাম, সবাই চলে আসো, অবশ্যই করবো।’

বলার অপেক্ষা রাখে না, বেবিসিটার খোঁজার আগ্রহ প্রকাশ করা অস্ট্রেলিয়াকেই এবার বেবি বা শিশু হিসেবে উপস্থাপন করছে ভারত!

বিজ্ঞাপনের শেষ দিকে দেখা যায়, অস্ট্রেলিয়ার জার্সি পরা এক শিশু শেবাগের কোলে বসে হিসু করে দিয়েছে। মূলত এই ব্যাপারটিই বিজ্ঞাপনটিকে নিয়ে এসেছে আলোচনা ও সমালোচনার বিষয় হিসেবে।

প্রসঙ্গত, দুটি টি-২০ ও পাঁচটি ওয়ানডে ম্যাচের পৃথক দুটি সিরিজে অংশ নিতে শীঘ্রই ভারত সফরে যাবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের মত বড় আসরের আগে এই দুই দলের লড়াইকে ধরা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেটীয় লড়াই হিসেবে। ঠাট্টার ছলে খোঁচাখুঁচির ব্যাপারগুলো লড়াইকে আরও জমিয়ে তুলছে যেন!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

হেডিংলিতে খেলা হচ্ছে না স্মিথের

কোহলির সাথে পাল্লা দিয়ে এগোচ্ছেন স্মিথ

ইতিহাসের প্রথম বদলি ক্রিকেটার হয়েই লাবুশানের বাজিমাত

স্মিথের চোটে প্রথমবারের মত বদলি ক্রিকেটার দেখল ক্রিকেট বিশ্ব

শতক বঞ্চিত স্মিথ, জমে উঠেছে লর্ডস টেস্ট