Scores

তাই বলে বরখাস্ত!

দল পার করছে ঘোর দুঃসময়। ক্রিকেটীয় দিক থেকে শ্রীলঙ্কার স্বস্তি যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে কোচ ছাঁটাইকেই যেন সমাধান হিসেবে মনে করছে বোর্ড।

তাই বলে বরখাস্ত!

এরই ধারাবাহিকতায় দলের ব্যাটিং কোচ থিলান সামারাবীরাকে বরখাস্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করার সময় সামারাবীরা ছিলেন টাইগারদের তৎকালীন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ‘কাছের লোক’। হাথুরুসিংহে লঙ্কানদের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর তার পরামর্শেই শ্রীলঙ্কা জাতীয় দলেও ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছিলেন সামারাবীরা। তবে তার সেই দায়িত্বের ইতি ঘটল করুণভাবে।

Also Read - আগামী এশিয়া কাপের আয়োজক পাকিস্তান!


শ্রীলঙ্কান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঘরের মাটিতে ইংল্যান্ডের কাছে শ্রীলঙ্কার নাস্তানাবুদ হওয়ার ফল হিসেবেও এসেছে সামারাবীরার বরখাস্ত হওয়ার ঘোষণাটি। শুধু সামারাবীরাই নন, বরখাস্ত হয়েছেন দলের ফিল্ডিং কোচ মনোজ আবেকিউরামও। নিউজিল্যান্ড সফরের পরপরই শ্রীলঙ্কা দলকে বিদায় জানাবেন এই দুজন।

তবে দলের ব্যর্থতায় কোচ ছাঁটাই কতটা ফলপ্রসূ হবে সেই প্রশ্ন থাকছেই। বাংলাদেশ থেকে বয়ে নেওয়া ‘অভ্যাস’ এ হাথুরুসিংহে শ্রীলঙ্কা দল নিয়েও চালাচ্ছেন পরীক্ষা-নিরীক্ষা। সেক্ষেত্রে সামারাবীরা বা মনোজের দায় ছিল অপেক্ষাকৃত কমই। তাছাড়া কোনো সতর্কবার্তা ছাড়াই দুই কোচের চাকরি কেড়ে নিয়ে হাথুরুসিংহের প্রতিও কি কোনো বার্তা রাখল এসএলসি?

সামারাবীরার উত্তরসূরি হিসেবে লঙ্কানদের নতুন ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন বর্ষীয়ান কোচ জোন লুইস। তার অধীনে ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে দ্বিতীয় স্থান অধিকার করেছে ডারহাম, চ্যাম্পিয়ন হয়েছে রয়েল লন্ডন ওয়ানডে কাপে। ডারহামের প্রধান কোচ শ্রীলঙ্কার ক্রিকেটের দুঃসময় কাটাতে পারেন কি না, এর পাশাপাশি দেখার বিষয় এখন বিতর্কিত কোচ হাথুরুসিংহের সাথে তার বন্ধন কতটা দৃঢ় হয়!

আরও পড়ুন: আগামী এশিয়া কাপের আয়োজক পাকিস্তান!

[২০২০ সালে এসিসি এশিয়া কাপ ক্রিকেটের আগামী আসর অনুষ্ঠিত হবে পাকিস্তানে! এমনটিই ঘোষণা দিয়েছে এশিয়ান ক্রিকেটের অভিভাবক ও এশিয়া কাপের আয়োজক এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এই…বিস্তারিত]

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-২০’র নেতৃত্বে মালিঙ্গা

সিইওকে চিঠি দিয়ে বোমা ফাটালেন ম্যাথিউস

এশিয়া কাপের জন্য লঙ্কানদের প্রাথমিক দল

২১ আগস্ট শুরু হচ্ছে শ্রীলঙ্কান টি-২০ লিগ

ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে রানাতুঙ্গার ভাষ্য