Scores

সাকিব-রিয়াদের অনুপ্রেরণাতেই সফল আমিনুল

বয়সে খুব তরুণ আমিনুল ইসলাম বিপ্লব। ছোট থেকেই তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফির মুর্তজা, মাহমুদউল্লাহদের খেলা দেখে বড় হয়েছেন আমিনুল। ‘পঞ্চপাণ্ডবের’ মধ্যে তিনজনই ছিলেন আমিনুলের অভিষেক ম্যাচে।  আর তাদের অনুপ্রেরণাতেই অভিষেক ম্যাচে সফলতার মুখ দেখেছেন তিনি।

অভিষেকেই বাজিমাত বিপ্লবের।
স্বপ্ন পূরণ করলেন আমিনুল। ছবিঃ বিডিক্রিকটাইম

প্রত্যেকটা ক্রিকেটারেরই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। ছোট থেকে যাদের খেলা টিভি কিংবা মাঠে বসে দেখেছেন তাঁদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার স্বপ্ন থাকে সবারই। কেউ হয়ত সেটি পারে কিংবা কেউ জাতীয় দলে ঢুকলেও সেটি পারে না। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টির মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন আমিনুল। খেলেছেন বাংলাদেশের সবচেয়ে বড় তিন ক্রিকেটার সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহর।

তরুণ বিধায় বোলিংয়ের সময় কখনো দলপতি সাকিব, কখনো মাহমুদউল্লাহ আবার কখনো স্ট্যাম্পের পেছন থেকে আমিনুলকে উৎসাহ দিয়েছেন মুশফিক। তামিম-মাশরাফি থাকলে হয়ত ষোলকলা পূর্ণ হত আমিনুলের। তবে যেটুকু হয়েছে সেটিই বা কোন অংশে কম কিসে। মুশফিক-সাকিব-মাহমুদউল্লাহর সঙ্গে খেলার অনুভূতি প্রকাশ করেছেন আমিনুল।

Also Read - ‘এখন তো নির্বাচক অনেক’


“এটা আসলে সবার জন্য একটা স্বপ্ন। আমার খুব ভালো লাগছিল। ছোটবেলা থেকে যাদের খেলা দেখে আসছিলাম, তাদের সাথে খেলা স্বপ্নের মতো ছিল।”

“সাকিব ভাই আমাকে বললো যে তুই যেমন নরমাল বোলিং করিস, সেটাই করার চেষ্টা কর। রিয়াদ ভাই, মুশফিক ভাই ভালো সাপোর্ট করছিল। ভালো জায়গায় বল করার কথা বলছিল। আমি শুধু এটাই করে গেছি।”

নিজের অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন আমিনুল ইসলাম। চার ওভার বল করে নিয়েছেন দুইটি উইকেট। আউট করেছেন মাসাকাদজা ও মুতুম্বোদজিকে।

 

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

জাতীয় দলের অনুশীলনে দুই লেগ স্পিনার

বিপ্লবের কাছে একইসাথে প্রস্তুতি ও প্রমাণের মঞ্চ

টেস্টে সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেবেন বিপ্লব

বিপ্লবের সফল অস্ত্রোপচার, চাইলেন দোয়া

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে বিপ্লবের বাবা, সিট মেলেনি এখনো