তানভির, সাইফের স্পিন বিষে নীল আইরিশরা
বাংলাদেশ ইমার্জিং দলের বোলিং তোপে প্রথম দিনের চা বিরতির আগেই অলআউট হয়ে গেছে আয়ারল্যান্ড উলভস। সাগরিকা খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের ইনিংস গুটিয়ে গেছে ১৫১ রানে।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনেই বাংলাদেশের বোলারদের সামলাচ্ছিল সফরকারী দল। তবে ৩৪ রানে প্রথম উইকেটের পতন ঘটলে খেই হারায় তারা।
Also Read - তানভির-সাইফের ঘূর্ণি জাদুতে ভয়ানক বিপর্যয়ে আয়ারল্যান্ড উলভসতানভির ইসলামের বাঁহাতি স্পিনে দিশেহারা আয়ারল্যান্ডকে ভুগিয়েছেন সাইফ হাসানও, শিকার করেছেন দুটি উইকেট। পেসাররাও ভালো করেছেন। টেস্ট দলে খেলা এবাদত হোসেন দুটি ও খালেদ আহমেদ একটি উইকেট শিকার করেন।
আইরিশদের জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া দলটির পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন কার্টিস ক্যামফার। তিনি ছাড়া আর কারও রানই ২৫ পার হতে পারেনি। ২০ রান আসে লরকান টাকারের ব্যাট থেকে। এছাড়া জেমস ম্যাককলাম ১৯, স্টিফেন ডোহেনি ১৪, পিটার চেজ অপরাজিত ১৪ ও জেরেমি ললোর ১৩ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : আয়ারল্যান্ড উলভস
আয়ারল্যান্ড উলভস ১ম ইনিংস : ১৫১/১০ (৬৭ ওভার)
ক্যামফার ৩৮, টাকার ২০, ম্যাককলাম ১৯
তানভির ৫৫/৫, সাইফ ১৫/২, এবাদত ৩২/২, খালেদ ২০/১
ম্যাচটি সরাসরি দেখুন –