তানভীরের ঘূর্ণিতে কুপোকাত হয়ে '৭২' রানেই খতম চট্টগ্রাম
কুমিল্লার সামনে অসহায় আত্মসমর্পণ চট্টগ্রামের।

তানভীরের ঘূর্ণিতে কুপোকাত হয়ে '৭২' রানেই খতম চট্টগ্রাম
প্রকাশিত হয়েছে - 2024-02-02T20:31:28+06:00
আপডেট হয়েছে - 2024-02-02T20:31:28+06:00
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিনারদের ঘূর্ণি জাদুর সামনে কোনো প্রতিরোধই গড়তে পারলেন না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটাররা। স্পিন ভেলকিতে খাবি খেয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আগে ব্যাট করা চট্টগ্রাম পেয়েছে ৭২ রানের পুঁজি। কুমিল্লার হয়ে ৪ উইকেট শিকার করেছেন তানভীর ইসলাম। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
তানভীরের ঘূর্ণিতে টপাটপ উইকেট হারিয়েছে চট্টগ্রাম।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ব্যাটিংয়ে নেমে শুরুটা অত ভালো হয়নি চট্টগ্রামের। প্রথম ওভারেই সাজঘরে ফিরেছেন ফর্মে থাকা ওপেনার তানজিদ হাসান তামিম। ২ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তানজিদ।
আরেক ওপেনার আভিষকা ফার্নান্দোও ছিলেন ব্যর্থ। ৯ বলে ৭ রান করে দলের ২১ রানের মাথায় সাজঘরে ফিরে যান তিনি। আভিষকাকে ফিরিয়ে নিজের উইকেটের খাতা খোলেন কুমিল্লার স্পিনার তানভীর ইসলাম। নিজের পরের ওভারে এসে দুর্দান্ত এক ডাবল মেইডেন ওভার করেন তানভীর। জোড়া আঘাতে ফিরিয়েছেন শাহাদাত হোসেন দিপু এবং সৈকত আলী।
মাঝে টম ব্রুস এক প্রান্তে দাঁড়িয়ে কিছুক্ষণ লড়াই চালিয়েছেন। তবে তাকেও ফিরিয়েছেন সেই তানভীর। ২০ বলে ২৭ রান করে দলের ৪৮ রানের মাথায় বিদায় নেন ব্রুস।
চট্টগ্রামের বাকি ব্যাটারদের মধ্যে তেমন কেউ ধরতে পারেননি দলের হাল। একের পর এক উইকেটের পতনে যেন আসা-যাওয়ার মিছিল শুরু হয় চট্টগ্রামের ব্যাটারদের। ব্রুস বাদে দুই অঙ্কের কোটা ছুঁয়েছেন কেবল নাজিবউল্লাহ জাদরান। ১৬ বলে ১১ রান করেন তিনি। ১৬.৩ ওভারে মাত্র ৭২ রানের মাথায় সব উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় চট্টগ্রাম।
কুমিল্লার হয়ে ৪ উইকেট নেন তানভীর। এছাড়া ২ উইকেট নেন আলিস। ১টি করে উইকেট শিকার করেন আমের জামাল, মুস্তাফিজুর রহমান এবং রেমন্ড রিফার।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।