Scores

তামিমকেই বেশি কৃতিত্ব দিচ্ছেন আতহার

বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খান মনে করেন, ব্যাট হাতে তামিম ইকবালের আগ্রাসী শুরুর কারণেই ক্যান্ডিতে প্রথম টেস্টে লঙ্কানদের বিপক্ষে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। তামিমের ব্যাটিংয়ে ড্রেসিংরুম থেকে চাপ কমে গেছে বলেও মনে করেন আতহার।

তামিমকেই বেশি কৃতিত্ব দিচ্ছেন আতহার
শুরু থেকেই ওয়ানডে মেজাজে ব্যাট করেছেন তামিম। ফাইল ছবি

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলীয় ৮ রানে ওপেনার সাইফ হাসানকে হারাতে হলেও তামিমের দৃঢ় মনোবলে ব্যাকফুটে যেতে হয়নি বাংলাদেশকে।

শুরু থেকেই রানের অনুসন্ধানে থাকা বাঁহাতি ওপেনার লঙ্কান বোলারদের শাসন করে সেঞ্চুরির দোরগোড়ায়ও পৌঁছে গিয়েছিলেন। তবে ১০১ বলে ৯০ রান করে বাজে শটে থামে ১৫ চারে সাজানো ইনিংস। আতহারের মতে, আউট হওয়া বলেই ইনিংসের একমাত্র বাজে শটটি খেলেছেন তামিম।

Also Read - করোনা আক্রান্ত আতহার, তাই যাননি শ্রীলঙ্কায়


বিডিক্রিকটাইমকে তিনি বলেন, ‘তামিম যেভাবে ব্যাটিং শুরু করল… অসাধারণ ব্যাটিং। ওর ব্যাটিংয়ের জন্যই কিন্তু ড্রেসিংরুমের চাপ কমে গেছে। আমি এরকম আশা রাখিনি। সবুজ পিচ হলে সবাই ধরে নেয় এখানে ব্যাটিং করতে কষ্ট হবে। তামিমের প্রত্যেকটা শট প্রপার ক্রিকেটিং শট ছিল, বাজে শট খেলেনি। একটা বাজে শট খেলেছে সে বলে আউট হয়ে গেছে। তাছাড়া সুন্দর ব্যাটিং করে গেছে।’

সাম্প্রতিক বছরগুলোতে টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স অত্যন্ত নাজুক। তাই সিরিজ শুরুর আগে অনেক কথা উঠেছিল টাইগারদের পারফরম্যান্স নিয়ে। পাল্লেকেলেতে নাজমুল হোসেন শান্তর ১২৬ ও মুমিনুল হকের ৬৪ রানের অপরাজিত দুই ইনিংসে ভর করে ২ উইকেট হারিয়ে ৩০২ রান জড়ো করেছে টাইগাররা। এমন পারফরম্যান্সে অভিভূত আতহার।

তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে দুইটা টেস্ট হারলাম। তার আগে আফগানিস্তানের কাছে ঘরের মাঠে হারলাম। এটার পর যে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে আর প্রথম দিন যেভাবে খেলেছে তা প্রশংসনীয়। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার বাংলাদেশ দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা বিরাট প্লাস পয়েন্ট।’

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় অধিনায়ক মুমিনুল হকের প্রশংসাও করেন আতহার। তিনি বলেন, ‘মুমিনুল সাহসী সিদ্ধান্ত নিয়েছে। পিচ গতকালও আমরা সবুজ দেখেছি। আজও দেখলাম বেশ ভালো ঘাস আর সবুজ ছিল। তার বিশ্বাস ছিল- আমরা এই উইকেটে রান করব। এমন উইকেটে প্রথম ঘণ্টায় বেশি উইকেট না হারালে রান করে যাওয়া সম্ভব। তাই করেছে। শ্রীলঙ্কান অধিনায়ক কিন্তু টস জিতলে বোলিং করতে চেয়েছিল।’

Related Articles

শান্তর ব্যাটে ডাবল সেঞ্চুরি দেখতে চান ‘ভক্ত’ আতহার 

করোনা আক্রান্ত আতহার, তাই যাননি শ্রীলঙ্কায়

শ্রীলঙ্কা সিরিজের ধারাভাষ্যে শামীম, নেই আতহার

রাওয়ালপিন্ডি টেস্ট যেসব চ্যানেলে, ধারাভাষ্য দিবেন যারা

আতহারও বলছেন- মুশফিককে ‘আউট না দিলেও হত’!