
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ম্যাচে অংশ নিয়ে ৭৩.৭৫ গড়ে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল করেন ২৯৫ রান। যার মধ্যে একটি করে অর্ধ-শতক ও শতকও ধরা দেয় দেশসেরা ড্যাশিং এই ব্যাটসম্যানের অর্জনে। এখানেই থেমে থাকেননি তামিম ইকবাল, টুর্নামেন্টের শেষ পর্যন্ত সর্বাধিক রান সংগ্রাহক তালিকার শীর্ষস্থান ধরে রেখে শেষ পর্যন্ত ব্যাট হাতে নিজের করে নিয়েছেন আসরের সেরা ব্যাটসম্যানের তকমাটা।
বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রাহক হওয়ার ফলশ্রুতিতে এবার ৫ হাজার ডলার পুরস্কার পাচ্ছেন তামিম ইকবাল। এই পুরস্কার তামিমকে দেওয়া হবে পাকিস্তান সুপার লিগে তামিম ইকবালের দল পেশোয়ার জালমির পক্ষ থেকে। আজ এক টুইট বার্তার মাধ্যমে পেশোয়ার জালমির পক্ষ দলটির মালিক জাভেদ আফ্রিদি দেন এই ঘোষণা।
এসময় তিনি টুইট বার্তায় জানান, “টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ায় তামিম ইকবালকে পেশোয়ার জালমির পক্ষ থেকে ৫ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিচ্ছি।”
এর প্রতিক্রিয়ায় তামিম ইকবাল উল্লসিত হয়ে দলটির মালিকের প্রতি ধন্যবাদ ও তার কৃতজ্ঞতার কথা জানান।
-ইমরান হাসান, প্রতিবেদক, বিডিক্রিকটিম ডট কম