Scores

তামিমদের শুভেচ্ছা জানিয়েছেন হাথুরুসিংহে!

বাংলাদেশের কোচের পদ ছেড়ে তিনি এখন শ্রীলঙ্কা জাতীয় দলের হেড কোচ। টাইগারদের দায়িত্ব ছাড়ার পর শ্রীলঙ্কার হয়ে তার প্রথম অ্যাসাইনমেন্টেই প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সেই থেকে বাংলাদেশের ক্রিকেটে চলছিল জয়ের খরা।

বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে হাথুরুসিংহে

অবশেষে সেই খরা কেটেছে শনিবার উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে। তামিম-সাকিব-মাশরাফিদের মিলিত নৈপুণ্যে বাংলাদেশ সিরিজ জয়ের দেখা পেয়েছে ২১টি সিরিজ জয়হীন থাকার পর। স্বাগতিকদের বিপক্ষে তাদের মাটিতে শক্তিশালী এক স্কোয়াডের বিপক্ষে মাশরাফি বিন মুর্তজার দলের সাফল্যে বর্তমানে মুখরিত ক্রিকেট অঙ্গন। দূর থেকে হাথুরুসিংহেও দেখেছেন সাবেক শিষ্যদের সাফল্য। দীর্ঘ সময় যাদের সাথে কাজ করেছেন, তাদের সাফল্য একটু আবেগও ছুঁয়ে গেল যেন। তাই টাইগারদের তিনি জানিয়েছেন অভিনন্দন।

Also Read - “টি-২০ জুনিয়রদের জন্য বড় প্ল্যাটফর্ম”


ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার ও সিরিজ জয়ের মূল নায়ক তামিম ইকবালের মুঠোফোনে বার্তার মাধ্যমে দলকে শুভেচ্ছা ও শুভকামনা জানান হাথুরুসিংহে।

নিজের পাঠান মুঠোফোন বার্তায় হাথুরুসিংহে লিখেন-

ওয়েলডান চ্যাম্পিয়নদলের সবাইকে আমার শুভকামনা পৌঁছে দিয়ো

গত বছরের শেষদিকে হুট করে বাংলাদেশ দলের কোচের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন হাথুরুসিংহে। তার বিদায়ের পর দীর্ঘদিন টাইগাররা ছিল কোচশূন্য। যদিও সম্প্রতি দলের সাথে প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন ইংলিশ স্টিভ রোডস। নতুন কোচের অধীনে টাইগাররাও ওয়ানডে সিরিজে পেয়েছে সাফল্য। উত্তরসূরি রোডসের সাফল্যে একটু হলেও কি আবেগাক্রান্ত হাথুরুসিংহে?

তার মুঠোফোন বার্তা তো তেমন ইঙ্গিতই দিচ্ছে!

আরও পড়ুন: সিরিজ জিতেও রেটিং হারাল বাংলাদেশ

[উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয় স্বত্তেও আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১ রেটিং পয়েন্ট হারিয়েছে সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান ‘সপ্তমস্থান’ ধরে রাখলেও রেটিং পয়েন্ট কমে বর্তমানে বাংলাদেশের পয়েন্ট ৯২-তে নেমে এসেছে। সিরিজে একটি ম্যাচ হারলেই রেটিং হারাবে টাইগাররা সিরিজ শুরুর আগেই জানা গিয়েছিল এমন তথ্য। পক্ষান্তরে সিরিজে স্বাগতিকদের…বিস্তারিত]

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

পেস বোলিংয়ে ‘অনাগ্রহ’; ওয়ালশের আক্ষেপ নেই

মাশরাফিই ছিলেন নেপথ্যের কারিগর

সিদ্ধান্ত সাকিবের উপরেই ছেড়ে দিল বিসিবি

নিজেদের ব্যর্থতার দায় বোর্ডের উপর চাপাচ্ছেন না রাব্বি

উইন্ডিজে কোচের নজর কেড়েছেন যারা