Scores

তামিমের অধীনে খেলতে মুখিয়ে আছেন আত্মবিশ্বাসী শুক্কুর

বিসিবি প্রেসিডেন্টস কাপে দুর্দান্ত ব্যাটিং করে নজরে এসেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ইরফান শুক্কুর। ওয়ানডে টুর্নামেন্টটিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের সাথে খেলেছিলেন, এবার জাতীয় দলের বর্তমান অধিনায়ক তামিম ইকবালে অধীনে খেলবেন। জাতীয় দলের অধিনায়কের অধীনে খেলতে মুখিয়ে আছেন আত্মবিশ্বাসী ইরফান।

তামিমের অধীনে খেলতে মুখিয়ে আছেন আত্মবিশ্বাসী শুক্কুর

ইরফান মূলত টপ অর্ডারে ব্যাটিং করে থাকেন। কিন্তু বিসিবি প্রেসিডেন্টস কাপে জাতীয় দলের তারকাদের ভিড়ে নির্দিষ্ট পজিশনে ব্যাটিং করতে নামতে পারেননি তিনি। তবুও তার ব্যাট থেমে থাকেনি। দারুণ ব্যাটিং করে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছিলেন ইরফান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বি ক্যাটাগরি থেকে দলে ভিড়িয়েছে বরিশাল ফরচুন। এইজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

Also Read - তামিমকে বরিশালের অধিনায়ক ঘোষণা


ইরফান বিডিক্রিকটাইমকে বলেন, ‘আমি পুরোপুরি বিশ্বাস করি যে পরিশ্রম করলে তার ফলাফল আসবেই। আমি ধন্যবাদ জানাব নির্বাচকদের যে তারা আমাকে বি ক্যাটাগরিতে রাখার যোগ্য মনে করেছেন।’

বরিশালের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তামিমকে। জাতীয় দলের এই অধিনায়কের অধীনে খেলতে পারাটাকে বড় অনুপ্রেরণা হিসাবে দেখছেন ইরফান। ফরচুন বরিশালে যেকোনো স্থানে ব্যাটিং করে ভালো করতে আত্মবিশ্বাসী তিনি। বিসিবি প্রেসিডেন্টস কাপই ইরফানকে আত্মবিশ্বাস দিয়েছে যেকোনো স্থানে ব্যাটিং করে নিজের সেরাটা দেওয়ার জন্য।

তার ভাষায়, ‘উনার (তামিম) অধীনে খেলা আমার জন্য খুবই অনুপ্রেরণার ব্যাপার হবে। টুর্নামেন্টটির জন্য আমরা মুখিয়ে আছি। আমি পুরোপুরি চেষ্টা করব দলের কম্বিনেশন অনুযায়ী যেকোনো জায়গায় খেলে নিজের সেরা দেওয়ার। প্রেসিডেন্টস কাপে খেলে আমার আত্মবিশ্বাস এসেছে যে আমি যেকোনো জায়গায় ব্যাটিং করতে পারব। উইকেটরক্ষক তো দলে দুই জন আছি। দল ভালো বুঝে যেটা সিদ্ধান্ত নিবে সেটাই হবে।’

একনজরে ফরচুন বরিশাল স্কোয়াড

তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দী শুভ।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

পরিশ্রম আর পারফরম্যান্সকে পুঁজি করছেন শুক্কুর

নিজেকে সংযত রেখেই উন্মাদনা উপভোগ করছেন শুক্কুর

অর্ধশতক হাঁকিয়ে শীর্ষ রান সংগ্রাহকের পথে ইরফান

মুশফিকের দেওয়া ‘ক্যারেক্টার শো’ এর মন্ত্রে বিভোর শুক্কুর

‘ট্র্যাকে ফিরে’ শুক্কুরের মনোযোগ দলের চাহিদা পূরণে