Scores

তামিমের অবসরের ইঙ্গিত, মুখ খুললেন বাশার

ওয়ানডে ও টেস্টের ক্যারিয়ার দীর্ঘ করতে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন তামিম ইকবাল। সম্প্রতি এক গণমাধ্যমকে নিজের অবসর ভাবনার কথা জানিয়ে রীতিমত হইচই ফেলে দেন ওয়ানডে অধিনায়ক। এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন নির্বাচক হাবিবুল বাশার।

অর্ধশতকের অর্ধশতকে রেকর্ড বইয়ে তামিম
টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন তামিম। ফাইল ছবি

বাশার অবশ্য তামিমের পক্ষেই রয়েছেন। তিনিও মনে করছেন, খেলার ধকল সামলাতে নির্দিষ্ট ফরম্যাট বেছে নেওয়ার অধিকার আছে খেলোয়াড়দের। তবে তামিমের এমন ভাবনার পেছনে বায়োবাবলের ক্লান্তির দায়ও দেখছেন বাশার।

গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্তে টেস্ট ও ওয়ানডে নিয়ে ভাবছি। টি-টোয়েন্টি কিন্তু একদম বিদায় নেয়নি। আপনাদের বুঝতে হবে, মহামারী সবার জন্য কঠিন। খেলোয়াড়দের কথা যদি ভাবেন। নিজেকে খেলোয়াড়ের জায়গায় দাঁড় করলে দেখবেন জীবনটা কত কঠিন। আপনি দেশের মাটিতে আসেন কিন্তু এক মাস পরিবারের সাথে দেখা করতে পারছেন না। ওরা কিন্তু এই পরিস্থিতির মধ্যেই আছে গত প্রায় এক বছর ধরে। চার দিন পরিবারের কাছে থেকে আবার চলে যায়। নিউজিল্যান্ড থেকে এসে ৭ দিন ছুটি এরপর আবার শ্রীলঙ্কা সফর এক মাসের জন্য।’

Also Read - আবারও তিনে ফিরছেন সাকিব!


করোনাকালে খেলা চালিয়ে যেতে খেলোয়াড়দের রীতিমত মানসিক চাপ সামলাতে হচ্ছে। সেই সাথে আছে পারফরম্যান্সের প্রত্যাশা পূরণের তাড়না। ইংল্যান্ডের মত রোটেশন পদ্ধতি নিয়ে ভাবলেও তাতেও নিরুৎসাহিত হতে হয়েছে। বাশার বলেন, ‘যারা অনেক দিন খেলে ফেলে তাদের জন্য পরিবারও তো গুরুত্বপূর্ণ। শুধু আমাদের দেশেই নয়, সবাই এমন করছে। ইংল্যান্ড তো রোটেশন পদ্ধতি চালুই করে দিয়েছে। ভারতের কাছে ইংল্যান্ডের সিরিজ হারের পেছনে এটা বড় কারণ ছিল। আমরা হয়ত অতটা করব না।’ 

সাবেক এই অধিনায়ক ও বর্তমান নির্বাচকের বিশ্বাস, খেলার ধকল কাটিয়ে উঠলে টি-টোয়েন্টি নিয়ে নিজের ভাবনা পাল্টাতে পারেন তামিম। তিনি বলেন, ‘খেলোয়াড়রা যদি একটা-দুইটা ফরম্যাট বেছে নিতে চায় এটা সবাইকে বুঝতে হবে। দেখুন, সবাই খেলতে চায়। তামিম যে টি-টোয়েন্টি সিরিজ খেলেনি, ও কিন্তু বলেনি আর খেলবে না। আমি নিশ্চিত ও টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবে। ৬ মাসের মধ্যে ছেড়ে দিবে এমন একটা ইঙ্গিত দিয়েছে। চূড়ান্তভাবে কিছু করেনি। সবকিছু ঠিকঠাক থাকলে ও পরবর্তী টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারে।’

Related Articles

টেস্ট র‍্যাংকিংয়ে তামিম, মুশফিক, মুমিনুল ও তাইজুলের উন্নতি

তামিম-সাইফ-শান্তকে হারিয়ে বিপদে বাংলাদেশ

তামিমের ‘উইকেটটি’ পেতে মুখিয়ে ছিলেন প্রবীণ

আবারও তামিমের সেঞ্চুরি মিস, ফিরলেন মুশফিকও

তাসকিনের ‘৪’ উইকেট, তামিমের আক্রমণাত্মক সূচনা