Scores

তামিমের অভাবনীয় উন্নতি যে জায়গায়

ক্রিকেট খেলায় ফর্ম, অফফর্ম যেন খেলোয়াড়দের ক্যারিয়ারের অবিচ্ছেদ্য অংশ। শুরুতে বেশি ভালো না করতে পারলেও অনেক খেলোয়াড়ই রয়েছেন যারা পরবর্তীতে লিজেন্ডের কাতারে গিয়েছেন। অন্য অনেক খেলোয়াড়ের মত তামিম ইকবালের শুরুর দিকের ওয়ানডে ফর্মও খুব বেশি ভালো ছিল না। টেস্টে অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখালেও ওয়ানডেতে ঠিক ততটা ধারাবাহিকতা ছিলনা তামিমের ব্যাটে। সময়ের পরিক্রমায় যা এখন পুরোটাই বদলে গেছে।

 

তামিমের অভাবনীয় উন্নতি যেই জায়গায়
ছবি : আইসিসি

 

Also Read - যেকোনো মূল্যে আর্চারকে বিশ্বকাপ দলে চান ফ্লিনটফ


তবে ২০১৫ বিশ্বকাপের পরই কোন এক জিয়ন কাঠির পড়শে যেন বদলে যায় তামিমের ওয়ানডে ক্যারিয়ার। উন্নতি করলেন তো বটেই তার ওয়ানডে পারফরম্যান্সে তবে এমন উন্নতি করলেন যা হয়তো খুব কম দর্শকই কল্পনা করেছিলেন তার কাছ থেকে। গত চার বছরের পারফরম্যান্সে তামিম ওয়ানডেতে বিশ্বের সেরা পাঁচ ব্যাটসম্যানের একজন।

তার ক্যারিয়ারের শুরু থেকে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত তামিমের ওয়ানডে গড় ছিল মাত্র ২৯। যদিও সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে ভালোই ছিল। তবে তখন বিশ্বের সেরা ব্যাটসম্যানদের কাতারে ছিলেন না তামিম। ২০১৫ বিশ্বকাপের পর গত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে পর্যন্ত এই চার বছরে তামিম তার গড় বৃদ্ধি করেছেন দ্বিগুণের মত। গত ৪ বছরে তামিমের ওয়ানডে গড় ৫৮, যা এর আগের ৮ বছরের ওয়ানডে গড়ের ঠিক দ্বিগুন।

গত ৪ বছরে গড়ের দিক দিয়ে ওয়ানডেতে সেরা ৫ ব্যাটসম্যানের তালিকায় রয়েছেন তামিম ইকবাল। গত বিশ্বকাপের পর থেকে ও গত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে পর্যন্ত ৪ বছরে বিশ্বের সেরা ৫ ওয়ানডে ব্যাটসম্যান ( কমপক্ষে ১০০০ রান)

১ . বিরাট কোহলি, গড় : ৭৮

২ . রস টেইলর, গড় : ৬৮

৩ . রোহিত শর্মা, গড় : ৬১

৪ . ফাফ ডুপ্লেসি, গড় : ৬০

৫ . তামিম ইকবাল, গড় : ৫৮

শুধু দেশেই নয় একই সময়ে দেশের বাইরে ওয়ানডে গড়েও তামিম ইকবাল বিশ্বের সেরা ৫ ওয়ানডে ব্যাটসম্যানের তালিকায় আছেন ( কমপক্ষে ১০০০ রান করা ব্যাটসম্যান )।

১ . বিরাট কোহলি, গড় : ৮২

২. রস টেইলর, গড় : ৬৬

৩. রোহিত শর্মা, গড় : ৬২

৪ . শাই হোপ, গড় : ৬১

৫ . তামিম ইকবাল, গড় : ৫৯

দেশে ও বাইরে দুই জায়গাতেই তামিম ওয়ানডেতে করেছেন আকাশচুম্বী উন্নতি গত চার বছরে। তার পারফরম্যান্সের গ্রাফ যদি বজায় থাকে তাহলে আসন্ন বিশ্বকাপেই হয়তো পৌঁছে যাবেন ওয়ানডেতে ৭০০০ রানের মাইলফলকে। তার এই ফর্ম বজায় থাকলে বিশ্বকাপে ভালো কিছুর আশা করতেই পারেন ভক্তরা।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

এলপিএলের নিলামে সাকিবসহ ‘৫’ বাংলাদেশি

যে কারণে আইপিএল দল পান না তামিম-মুশফিকরা

এক হাতে বীরত্বমাখা আখ্যান

তামিমের চোখে সিডন্সই সেরা কোচ

শেবাগের সাথে নিজের তুলনায় নারাজ তামিম