
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে মিনিস্টার ঢাকা ও খুলনা টাইগার্স। প্রথমে ব্যাট করতে নেমে মিনিস্টার ঢাকা জড়ো করেছে ১৮৩ রান।

মিরপুরে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। ঢাকার দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও তামিম ইকবাল দলকে দারুণ সূচনা এনে দেন।
৮ ওভারে উদ্বোধনী জুটিতেই দুজনে তুলে নেন ৬৯ রান। যদিও ৯ম ওভারের প্রথম বলে সাজঘরে ফিরতে হয় শাহজাদকে। আফগান এই ওপেনার সাজঘরে ফেরার আগে ২৭ বলের মোকাবেলায় করেন ৪২ রান, হাঁকান ৮টি চার। তার বিদায়ের পর তামিম রানের গতি বাড়ানোর চেষ্টা করেন।
Top knock from Tamim
He got out after scoring his 20th fifty in BPL, 41st in T20s
Live- https://t.co/yCXCxNwRqc#BPL2022 #KTvMD pic.twitter.com/JcIY3iyEKU
— bdcrictime.com (@BDCricTime) January 21, 2022
টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪১তম শতক পূর্ণ করতে তামিম খেলেন ৪১ বল। তার দারুণ ইনিংস থামে পরের বলেই। ৪২ বলে ৫০ রানের ইনিংসে তামিম হাঁকান ৭টি চার।

এরপর ঢাকার রানের গতি কিছুটা শ্লথ হয়ে যায়। নাঈম শেখ ১১ বলে ৯ ও অদ্ভুতভাব রানআউট হওয়া আন্দ্রে রাসেল ৩ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন। দুজনই অবশ্য একটি করে ছক্কা হাঁকান।
তবে উইকেটে সেট হয়ে খুলনার বোলারদের ওপর চড়াও হন মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ ওভারে সাজঘরে ফেরার আগে মোকাবেলা করেন ২০ বল, তাতে ২টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে ৩৯ রান করেন অধিনায়ক। জহুরুল ইসলাম অমি ১১ বলে ১২ রান করে আউট হলেও শুভাগত হোমের ৪ বলে ৯ ও ইসুরু উদানার ২ বলে ৬ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারানো ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৮৩ রান।
খুলনার পক্ষে কামরুল ইসলাম রাব্বি একাই শিকার করেছেন তিনটি উইকেট, যদিও ৪ ওভারে ৪৫ রান খরচ করেছেন তিনি। একটি উইকেট পেয়েছেন থিসারা পেরেরা।
সংক্ষিপ্ত স্কোর
টস : খুলনা টাইগার্স
মিনিস্টার ঢাকা : ১৮৩/৬ (২০ ওভার)
তামিম ৫০, শাহজাদ ৪২, রিয়াদ ৩৯
রাব্বি ৪৫/৩, পেরেরা ২৭/১
জয়ের জন্য খুলনা টাইগার্সের লক্ষ্য ১৮৪ রান।
ম্যাচটির বল বাই বল লাইভ স্কোর দেখুন এখানে
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।