Scores

তামিমের ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচ

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল টেস্টে গত এক দশক ধরেই একাদশের নিয়মিত মুখ। সহ-অধিনায়ক ও ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বও পালন করেছেন তিনি। তামিম জানিয়েছেন তার টেস্ট ক্যারিয়ারের সেরা ম্যাচ পাকিস্তানের বিপক্ষে খুলনায় ড্র করা ম্যাচটা।

তামিমের ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচ

দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ফাফ ডু প্লেসির সাথে সামাজিক যোগাযোগামাধ্যমে সরাসরি আড্ডায় এসে আলোচনার একপর্যায়ে এই টেস্ট ম্যাচের কথা জানান তামিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অ্যাডিলেড টেস্টে ডু প্লেসি ও সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের টেস্ট হার এড়ানোর লক্ষ্যে ধৈর্য ধরে অসাধারণ ব্যাটিংয়ের সেই ইনিংস মনে করে প্রশংসা করেন তামিম। জানান, তার ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচের কথা।

Also Read - এটিই কি বিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়াম?

২০১৫ সালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ সংগ্রহ করেছিল ৩৩২ রান। জবাবে প্রথম ইনিংসে পাকিস্তান করে ৬২৮ রান। অর্থাৎ প্রথম ইনিংস শেষেই ২৯৬ রানে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। সেই পর্যায়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন তামিম ও ইমরুল কায়েস। এই দুই ওপেনারের রেকর্ড জুটি ও ব্যক্তিগ শতাধিক রানে ম্যাচ বাঁচিয়েছিল বাংলাদেশ।

ম্যাচটাতে প্রথমবারের মতো দ্বিশতক হাঁকিয়েছিলেন তামিম। যা ছিল মুশফিকের পরে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যানের দ্বিশতক। ইমরুলের ব্যাট থেকে এসেছিল ১৫০ রান। সেই ম্যাচের স্মৃতিচারণ করে তামিম বলেন,

‘তুমি জানো, আমরাও তোমাদের পরিস্থিতিতে পড়েছিলাম। খুলনায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আমরা প্রায় ২৮০ বা ৩০০ এর মতো (২৯৬) রানে পিছিয়ে ছিলাম; বাকি ছিল প্রায় দেড় দিন। মুশফিক ওই ম্যাচে চোটে পড়ে এবং ইমরুলকে ১৬০ ওভার কিপিং করতে হয়। ১০ মিনিট পরেই আবার সে ব্যাটিংয়ে নামে। আমরা ৩১২ রানের জুটি গড়েছিলাম। ইমরুল করেছিল ১৫০ রান। টেস্টটা পরে ড্র করতে পেরেছিলাম। আমার খেলা সেরা টেস্ট ম্যাচ এটা।’

ম্যাচটাতে তামিম প্রথম ইনিংসে ২৫ এবং দ্বিতীয় ইনিংসে ২০৬ রান করে হয়েছিলেন ম্যাচসেরা খেলোয়াড়। উল্লেখ্য, এই বাঁহাতি ব্যাটসম্যান এখন পর্যন্ত ৬০টি টেস্ট ম্যাচ খেলেছেন।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

সবসময় সেরা ক্রিকেটারদের নিয়ে খেলতে পারবেন না : বাশার

চোটাক্রান্ত তামিম-লিটনকে নিয়ে তাড়াহুড়া নেই বিসিবির

দল ছেড়ে দেশের পথে তামিম-মিরাজ

ওয়ানডে র‍্যাংকিংয়ে তামিম-মিঠুনের উন্নতি

বিশ্বকাপের আগে পরিপূর্ণ দল হয়ে উঠতে হবে : তামিম