Scores

তামিমের চোখে যেমন হলো তাসকিনের প্রত্যাবর্তন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচ দিয়ে আবারো ওয়ানডে ফরম্যাটে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। তবে ফিরেই অধিনায়ক তামিম ইকবালকে হতাশ করেননি এই পেসার। ম্যাচ শেষে দলীয় অধিনায়কের প্রশংসা কুঁড়িয়েছেন তাসকিন।

শেষবার বাংলাদেশের জার্সিতে ওয়ানডে খেলেছিলেন ২০১৭- তে। পরের বছর শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে খেললেও বল হাতে বাজে পারফর্মের কারণে আবারো ছিটকে যান তাসকিন। তারপর থেকে হয়তো ফর্ম না হয় ইনজুরির কারণে দলে জায়গা হয়নি এই ফাস্ট বোলারের। এমনকি বিশ্বকাপের দলে থাকার জোর গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত জায়গা হয়নি তার।

Also Read - প্রতিপক্ষ দুর্বল হলেও ভালো করার ক্ষুধা ছিল সাকিব-মুশফিকদের মাঝে

তবে দীর্ঘ সময় পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পান তাসকিন। প্রথম দুই ওয়ানডেতে জায়গা না হলেও শেষ ওয়ানডেতে হাসান মাহমুদের পরিবর্তে তাকে একাদশে দেখা যায়। অবশ্য প্রত্যাবর্তনের ম্যাচে বল হাতে তেমন খারাপ করেননি এই পেসার। তার গতি এবং বাউন্সে ধুঁকতে থাকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা।

তবে শেষ পর্যন্ত মাত্র এক উইকেট নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে। তবে মাত্র একটি উইকেট পেলেও গতকাল কম খরুচে বোলারদের মধ্যে তৃতীয় স্থানে ছিলেন তাসকিন। আর এই পেসারের পারফরম্যান্সে বেশ খুশি তামিম।

“তাসকিন অবিশ্বাস্য বোলিং করেছে। আপনি যদি টি-টোয়েন্টি দেখেন বা প্রেসিডেন্টস কাপ দেখেন আমাদের আজকে যেহেতু একটা সুযোগ ছিলো এই কারণেই ওকে খেলানো হয়। আর সে হতাশ করেনি। সে অনেক ভালো করেছে আজ। হয়তো ৩-৪টি উইকেট পায়নি কিন্তু সে আসলেও খুব ভালো বোলিং করেছে।”

প্রথম ওয়ানডের আগে এক প্রকার অনুমতিই ছিলই একাদশে থাকবেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে সবাইকে চমকে দিয়ে তাকে ছাড়াই মাঠে নামে বাংলাদেশ। এমনকি খেলা হয়নি দ্বিতীয় ম্যাচেও। তবে তৃতীয় ম্যাচে ঠিকই ফিরেছেন এই পেস অলরাউন্ডার। বল হাতে ৫১ রান দিয়ে ৩ উইকেট নেন সাইফউদ্দিন। তার প্রসঙ্গে তামিম বলেন,

“সাইফউদ্দিন আমাদের প্রায় এক দেড় বছর ধরেই পেস বোলিংয়ের প্রথম পছন্দ। ও সবসময় সেরা ‘১১’ তে থাকে। কিন্তু ১ম ওয়ানডের সময় ম্যানেজমেন্ট মনে করেছে ও হয়তো শতভাগ ফিট না তাই শেষ ওয়ানডেতে তাঁর ফেরা অনুমিতই ছিলো।”

Related Articles

কোনোদিন যা অর্জন করতে পারিনি, এবার যেন পারি : তামিম

দ্য হানড্রেডে দল পাননি বাংলাদেশের কেউ

আমরা ভাগ্যবান : টিকা নিয়ে তামিম

সস্ত্রীক টিকা নিলেন তামিম-সৌম্যরা

জরুরি ডাকে পাপনের বাসায় তিন সিনিয়র ক্রিকেটার