Scores

তামিমের দ্রুতগতির অর্ধশতক

সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২২৪ রানের জয়ের লক্ষ্যে বাংলাদেশের যুবাদের শুভ সূচনা। তানজিদ হাসান তামিম ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটিং দৃঢ়তায় সুবিধাজনক অবস্থানে সফরকারীরা। ৭ চারে অর্ধশতক পূর্ণ করার পর আরও আক্রমণাত্বক মেজাজে ব্যাৎ করছেন তামিম।

এশিয়া কাপে ঝড় তুলে তামিমের অনন্য রেকর্ড ভাঙ্গলেন তামিম
ব্যাটিংয়ের সময় তামিম। ছবি : এসিসি

রান তাড়া করতে নেমে আজও বড় হয়নি সফরকারীদের উদ্বোধনী জুটি। শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১১ রানে অনিক সরকার আউট হলেও ম্যাচে এর প্রভাব পড়তে দেননি তামিম ও জয়। দ্বিতীয় উইকেট জুটিতে পরিস্থিতি সামাল দেন তারা। তাদের ব্যাটিং দৃঢ়তায় এ মুহূর্তে সুবিধাজনক অবস্থানে সফরকারীরা।

এ প্রতিবেদন লেখার সময়, ১৫ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ৮৭ রান। অর্ধশতক পূর্ণ করা তামিম ৬১ ও জয় ব্যাট করছেন ২৪ রান নিয়ে। জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ৩৫ ওভারে আরও ১৩৭ রান।

Also Read - সিরিজ জিততে টাইগার যুবাদের সামনে সহজ লক্ষ্য


লিঙ্কনের বার্ট সার্টক্লিফে এর আগে টস জিতে কিউইদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিকরা। লিলম্যান ও ডিকসন ছাড়া পুরো ইনিংসে প্রত্যাশামত ব্যাট করতে পারেনি কিউই আর কোনো ব্যাটসম্যান।

লিলম্যান ও ডিকসনের মধ্যকার নবম উইকেটের অবিচ্ছিন্ন ৬০ রানের জুটিতে ২২৩ রানের পুঁজি পায় স্বাগতিকরা। দলকে লড়াইয়ে ধরে রাখার পথে অপরাজিত ১১৬ রানের ইনিংস খেলেন লিলম্যান। ৭ চার ও ৫ ছক্কায় এ রান করেন তিনি। কিউইদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন দশ নম্বরে ব্যাট করতে আসা ডিকসন। তিনি খেলেন অপরাজিত ২৩ রানের ইনিংস।

সফরকারী বোলারদের মধ্যে তানজীম হাসান সাকিব, অভিষেক দাস, হাসান মুরাদ প্রত্যাকেই নেন দুটি করে উইকেট। এছাড়া শরিফুল ইসলাম পান এক উইকেট।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

বড় জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশের যুবারা

তানজিদ-অভিষেক ঝড়ে যুবাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ

মাহমুদুলের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডে যুবাদের সিরিজ

তামিমের পর মাহমুদুলের অর্ধশতক, জয়ের পথে যুবারা

সিরিজ জিততে টাইগার যুবাদের সামনে সহজ লক্ষ্য